তবে কী মার্কিন দাদাগিরিতে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ বন্ধ করছে ভারত?

0
619

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৬ মার্চ :: কলকাতা :: মার্কিন চাপের মুখে গোয়েন্দা উপগ্রহ জিও ইমেজিং স্যাটেলাইট বা জিএসএটি-১ উৎক্ষেপণ বন্ধ করতে ভারত বাধ্য হলো । কেরালা থেকে প্রকাশিত মালায়ম ভাষার একটি খবরের কাগজ এ খবর দিয়েছে৫ মার্চ এ উপগ্রহ উৎক্ষেপণের কথা থাকলেও নির্ধারিত তারিখের মাত্র একদিন আগে একে স্থগিত ঘোষণা করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা আইএসআরও। কারিগরি কারণে উৎক্ষেপণ স্থগিত করার কথা সে সময়ে জানিয়েছিল আইএসআরও।

কিন্তু কালাকাউমুন্ডি নামের সংবাদপত্রের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের নির্দেশে জিএসএটি-১ উৎক্ষেপণ বন্ধ করা হয়। উৎক্ষেপণের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের মাত্র ১০ মিনিট আগে এ নির্দেশের বিষয় জানান হয়। উৎক্ষেপণ বিষয়ক সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ সংস্থা লঞ্চ অথোরাইজেশন বোর্ড বা এলএবির অনুমোদন নিয়েই এ নির্দেশ দেয়া হয়েছিল।
২০১৯ সালের জুলাইতে ভারত দ্বিতীয় চন্দ্র অভিযান স্থগিত ঘোষণা করেছিল। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ত্রুটি দূর করে এক সপ্তাহের মধ্যে সে অভিযানের জন্য চন্দ্রযানকে উৎক্ষেপণ করা হয়। কিন্তু জিএসএটি-১’র ক্ষেত্রে এ রকম কোনও তৎপরতা এখনো চোখে পড়েনি বলে জানায় খবরের কাগজটি।

ওই খবরে আরও বলা হয়েছে, জিএসএটি-১’এর ছয়টি স্পর্শক বা সেন্সরের কোনো কোনো যন্ত্রাংশ বিদেশি উৎস থেকে সংগ্রহ করেছে ভারত। একে কৌশলগত স্বার্থ বিরোধী হিসেবে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

অবশ্য এ সংবাদের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কেন্দ্র ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here