দেড় মাস ধরে যোগাযোগ নেই দুশ্চিন্তায় বড়জোরার উমেশ সিং এর পরিবার ।

1
1903

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ১৪ই,এপ্রিল :: বাঁকুড়াঃ :: ফাটা মাটির দেয়াল উপরে টালি তার মধ্যেই রাত কাটাচ্ছেন বৃদ্ধ মা , দাদা বউদি ও দিদি । পরিবারের অন্যান্য সদস্যরা । যে কোন মুহূর্তে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে । আর তাই সংসারের হাল ধরতে পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন যুবক । আর তারই মধ্যে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় ফিরতে পারছে না বাড়িতে । তার ওপর দেড় মাস ধরে পরিবারের লোকেদের সাথে যোগাযোগ নেই গভীর উদ্বেগে রয়েছে যুবকের পরিবার ।বড়জোড়া ব্লকের পুড়োকোন্দার বাসিন্দা উমেশ সিং গত ফেব্রুয়ারি মাসে ঝাড়খন্ড রাজ্যের নাগপুর জেলার ইচ্ছাপুরে কাজে গিয়েছিলেন । সেখানেই তিনি দীর্ঘ কয়েক মাস ধরে কাজ করছিলেন । কিন্তু হঠাৎই করোনাভাইরাস মোকাবেলায় কেন্দ্র সরকার দেশজুড়ে লকডাউন চালু করেছেন ।ফলে উমেশ সিং নামে ওই যুবক আর নিজের বাড়িতে ফিরতে পারেনি । এরই মধ্যে মাস দেড়েক ধরে কোনরকম যোগাযোগ হচ্ছে না পরিবারের সঙ্গে আর এখানেই উদ্বেগ বাড়ছে পরিবারের সদস্যদের । ছেলের চিন্তায় রাতের ঘুম ছুটেছে এখন তারা । তাকিয়ে রয়েছেন ঘরের ছেলে কবে সুস্থ ভাবে ঘরে ফেরে ।উমেশ সিং এর দাদা মেঘনাথ সিং ও দিদি বাসন্তী সিং বলেন , দেড় মাস ধরে ওর সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পারছি না খুব দুশ্চিন্তায় রয়েছি আমরা । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের কাছে অনুরোধ এ ব্যাপারে একটু সহযোগিতা করলে খুবই ভালো হয় ।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here