করোনা আতঙ্কে সিঁটিয়ে গেছে ভাটপাড়া – সিল করে দেওয়া হলো ৮নং ওয়ার্ড !

0
1812

রিপোর্টার — রাজীব গুপ্ত :: ২৪ঘন্টা লাইভ: ১০ই,এপ্রিল :: ভাটপাড়া :: এই প্রথম আজ আনোয়ার নাম এক ব্যবসায়ীর করোনা সংক্রমণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।ভাটপাড়া পৌর সভার উপ পৌর প্রধান মকসুদ আলম খান আজ ২৪ ঘন্টা লাইভ কে জানিয়েছেন যে তিন চার দিন আগে ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলিতে তিন চারদিন আগে আনোয়ার মাথার ফোড়া এবং জ্বর নিয়ে সাগর দত্ত হাসপাতালে ভর্তি হন । কিন্তু উত্তরোত্তর তার জ্বরের সূচক বাড়তে থাকায় তাকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় ।

আজ সকাল থেকেই আনোয়ারের করোনা সংক্রমণের লক্ষন স্পষ্টাস্পষ্টি হতেই তার করোনা টেস্ট করা হয় এবং পরীক্ষার রেজাল্ট হাতে না আসা পর্যন্ত তাকে আইসোলেশনে রাখা হয়েছে । মকসুদ আলম সাহেব জানাচ্ছেন যে আনোয়ারের বাড়ির লোক এবং তাকে যে ড্রাইভার বাঙুর হাসপাতালে নিয়ে যায় তাদের সবাইকেই কুয়ারেন্টাইনে রাখা হয়েছে ।এরপর আজ বিকালে ব্যারাকপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় ঠাকুর এলাকা ঘুরে গিয়েছেন এবং জানিয়েছেন যে যদি আনোয়ারের রিপোর্ট পজিটিভ আসে তাহলে কিন্তু পুরো ৮ ননম্বর ওয়ার্ডের এলাকাটিকে সিল করে দেওয়া হতে পারে ।এই এলাকার মানুষ কিন্তু প্রায়শই লকডাউন ভেঙে অবাধে ঘোড়া ফেরা করছেন । এমত অবস্থায় প্রশাসন মনে করছে যে এলাকা সিল করা ছাড়া আর কোনো উপায়ই থাকবেনা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here