করোনা মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

0
566

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৬ ই, মার্চ ::
কলকাতা :: করোনা মোকাবিলায় সোমবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করে হবে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে৷

সূত্রের খবর,সোমবার নবান্নে জরুরি বৈঠকে হাজির থাকবেন স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব, বিভিন্ন দফতরের আধিকারিকরা৷ এছাড়া ওই বৈঠকে যোগ দেবেন কলকাতা ও হাওড়া পুরসভার শীর্ষ আধিকারিকরা৷ এবং বিমানবন্দর এবং রেলকর্তাদেরও ডাকা হয়েছে ওই বৈঠকে৷ করোনা মোকাবিলায় রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সেই নির্দেশই দেবেন মুখ্যমন্ত্রী৷

করোনা ভীতি কাটাতে অভিভাবকের মতো একটার পর একটা পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেছেন, ভাল করে সেদ্ধ করে রান্না করে তারপর সবজি বা খাবার খান। বারবার মমতা আবেদন জানান, কেউ আতঙ্কিত হবেন না। আতঙ্ক ছড়াবেন না। তবে পরিস্থিতি যে গুরুতর তাও স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী। উদ্বেগের সঙ্গে জানান, এখনও এর কোনও ওষুধ বেরোয়নি। কিন্তু সাধারণ মানুষ যেন সতর্কতা বজায় রাখেন।

তবে এদিন প্রথম নয়, কয়েকদিন আগেও করোনা ঠেকাতে পরামর্শ দিয়েছিলেন দিদি৷ নিজের সুরক্ষার কথা নিজেকেই সবার আগে ভাবতে হবে, সেই কথা স্মরণ করিয়ে রাজ্যবাসীকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ভারতে ফের বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জন৷ এদের মধ্যে ৯০ জন ভারতীয়৷ যদিও এখন পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে৷

রাজ্যভিত্তিকভাবে যে তথ্য সামনে এসেছে তা মূলত এইরকম, দিল্লিতে ৭ জন, পার্শ্ববর্তি এলাকা হরিয়ানায় ১৪ জন যারা প্রত্যেকেই বিদেশি, কেরলে ২২ জন, রাজস্থানে ২ জন বিদেশি, তেলেঙ্গানায় ৩ জন, উত্তরপ্রদেশে ১১ জন এবং এদের মধ্যে ১ জন বিদেশি, লাদাখে ৩ জন, তামিলনাডুতে ১ জন, জম্মু ও কাশ্মীরে ২ জন, পঞ্জাবে ১ জন এবং কর্নাটকে ৬ জন, মহারাষ্ট্রে ৩১ জন এবং অন্ধ্রপ্রদেশে ১ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে চিনহিত করা হয়েছে। যা হিসেব করলে ১০৭ জন। এঁদের মধ্যে ৩১ জন হিসেবে শীর্ষে মহারাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here