কলকাতার নিউমার্কেট–হোটেল–রেস্তোরাঁ খুলছে ৮ জুন

0
592

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ৩১শে মে :: কোলকাতা :: কলকাতার নিউমার্কেট, হোটেল–রেস্তোরাঁ আগামী ৮ জুন থেকে খুলছে। তবে সিনেমা হল, বিনোদন পার্ক, থিয়েটার হল, বার, জিম,সুইমিংপুল খুলবে না। বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা, কলকাতার লোকাল ট্রেন, মেট্রো রেলও।

রাজ্য সরকার গতকাল শনিবার এ সিদ্ধান্ত জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার গতকালই জানিয়ে দিয়েছে, কাল ১ জুন রাজ্যের সব মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান খুলে যাবে।

ভারত সরকার গতকাল এক ঘোষণায় জানায়, আজ ৩১ মে ভারতে চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে। তবে আগামীকাল ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের কনটেনমেন্ট জোনে (যেসব এলাকায় সংক্রমণ বেশি) এই লকডাউন বহাল থাকবে ৩০ জুন পর্যন্ত। আর অপেক্ষাকৃত কম সংক্রমণের এলাকা কমলা ও সবুজ জোনে ধীরে ধীরে তুলে নেওয়া হবে এই লকডাউন।

বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে লকডাউন প্রত্যাহার করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিস্ট রাজ্যকে। সেই সব রাজ্য সরকার করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা নিরীক্ষা করে পর্যায়ক্রমে তুলে নিতে পারবে এই লকডাউন।পশ্চিমবঙ্গ সরকার গতকাল জানিয়েছে, এই রাজ্যে আপাতত লকডাউন থাকবে ১৫ জুন পর্যন্ত। এরপর ফের সিদ্ধান্ত নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে ধর্মীয় স্থান খুললেও ১০ জন করে পর্যায়ক্রমে ঢুকতে দেওয়া হবে। যারা ঢুকবে তাদের হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ধর্মীয় স্থান কর্তৃপক্ষ এই স্যানিটাইজের ব্যবস্থা করবে। তবে কলকাতাসহ রাজ্যের বেশ কিছু মন্দির কাল খুলছে না, তারা ঘোষণা দিয়েছে ১৫ জুন মন্দির খোলার।

৮ জুন খুলবে শপিং মল, রেস্তোরাঁ খোলার পাশাপাশি চলবে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা। চলবে দূরপাল্লার বাস। নির্দেশে এ কথাও বলা হয়েছে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে কনটেনমেন্ট জোনে কারফিউ।

রাজ্য সরকার এ কথাও জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত। তবে এই জোনের বিভিন্ন এলাকায় সংক্রমণ কমে গেলে সেখানেও পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে লকডাউন। আপাতত এই লকডাউন থাকবে ১৫ জুন পর্যন্ত।

পশ্চিমবঙ্গের সবচেয়ে করোনা সক্রমিত এলাকা হলো রাজধানী কলকাতা। গতকাল শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর এক বুলেটিনে বলেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩১৭ জন। আর মারা গেছেন ৭ জন। এই নিয়ে এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৭।
সেই সঙ্গে আরও রয়েছেন ৭২ জন, যাঁরা অন্যান্য উপসর্গের সঙ্গে করোনা উপসর্গে মারা গেছেন। ফলে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩০। এর মধ্যে কেবল কলকাতায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩। আর মৃত্যু হয়েছে ১৫০ জন।

এ ছাড়া অন্যান্য রোগের সঙ্গে করোনায় সংক্রমিত হয়ে কলকাতায় মারা গেছেন আরও ৫২ জন। ওই হিসাবে বলা হয়েছে, হাওড়ায় আক্রান্ত হয়েছেন ৯৮২ জন এবং উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। ফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হলো কলকাতা। এর পরে রয়েছে কলকাতার পার্শ্ববর্তী হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলা। অন্যদিকে ভারতে করোনা সক্রমণের নিরিখে এখন পশ্চিমবঙ্গ চলে এসেছে অষ্টম স্থানে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, এখন পশ্চিমবঙ্গের ৪০টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। ইতিমধ্যে এই রাজ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা হয়েছে। অন্যদিকে এই রাজ্যের ৬৯টি সরকারি ও বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে ৯২০টি আইসিসিইউ বেড। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

কাল সোমবার থেকে খুলে যাবে ‘টলিউড’ হিসেবে পরিচিত কলকাতার ছবিপাড়া টালিগঞ্জ । চলচ্চিত্র ও সিরিয়াল নির্মাতারা শুরুও করতে পারবেন ইন্ডোর আউটডোর শুটিং। এবার রাজ্য সরকার ছবিপাড়া খুলে দিয়ে সেখানে শুটিংয়ের অনুমতি দিয়েছে। তবে এ কথাও বলা হয়েছে কোনো রিয়েলিটি শোর শুটিং করা যাবে না। শুটিংকালে ৩৫ জনের বেশি কলাকুশলী ও নির্মাতারা থাকতে পারবেন না শুটিং ইউনিটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here