জন্মদিনের উপহার হিসাবে পাওয়া টাকা নিয়ে দুস্থদের সাহায্যে এগিয়ে এলেন বিরল রোগে আক্রান্ত রজকাম্ত সাহা।

0
664

জন্মদিনের উপহার হিসাবে পাওয়া টাকা নিয়ে দুস্থদের সাহায্যে এগিয়ে এলেন বিরল রোগে আক্রান্ত রজকাম্ত সাহা।

0
2

নিজস্ব সংবাদদাতা :: ২৪ঘন্টা লাইভ :: ১১ই,এপ্রিল :: বারাসতঃ :: উপহারের পাওয়া প্রায় ছয় হাজার টাকার পুরোটাই সে তুলে দিল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।তার আগে আজ দুপুরে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাতে খামবন্দী সেই টাকা চেকের মাধ্যমে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়ার আরজি জানায় রজকান্ত।পুলিশ সুপারও তাঁর আরজি-তে সাড়া দিয়ে আশ্বাস দেন,রজকান্তর উপহারের পাওয়া টাকার চেক পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।তাঁরএই সদিচ্ছায় গর্বিত পরিবারের লোকেরা।প্রশংসায় পঞ্চমুখ পুলিশ সুপার-ও।পরিবার সূত্রে জানা গেছে,রজকান্তর বাড়ি বারাসতের নবপল্লিতে।বয়স প্রায় ১৪ বছর।পরিবারের একমাত্র সন্তান সে।ছোটবেলায় আর পাঁচজনের মতো সে স্বাভাবিক জীবনযাপন করলেও চার বছরের মাথায় জানা যায়,রজকান্ত মায়োপ্যাথি(DMD)নামে এক বিরল রোগে আক্রান্ত।এরপর,শুরু হয় তাঁর চিকিৎসাও।বারাসতের বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া তাঁকে।এমনকি ভালো চিকিৎসার আশায় রজকান্ত-কে দিল্লির AIIMS নিয়ে যান পরিবারের লোকেরা।এরই মধ্যে ১৮ মার্চ রজকান্ত-র জন্মদিন পালন করা হয় পরিবারের তরফে।সেই জন্মদিনে আত্মীয় স্বজনদের থেকে প্রায় ছয় হাজার টাকা উপহার পেয়েছিলেন রজকান্ত।অথচ,উপহারের সেই টাকায় শখের কোনও জিনিস সে কিনেনি।সিদ্ধান্ত নেয়,লকডাউনে যে সমস্ত গরিব মানুষ কষ্টের মধ্যে রয়েছেন,তাঁদের কষ্ট লাঘব করতে উপহারের পুরো টাকা তুলে দেবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।তাঁর এই ভাবনার কথা জানানো হয় বাবা ও মা-কে।শুরু হয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা।

বারাসত থানার পুলিশ মারফত খবর কানে যায় জেলা পুলিশ সুপারের কাছে।তাঁর অফিস থেকে যোগাযোগ করা হয় রজকান্তর বাবা সাগর সাহার সঙ্গে।বলা হয়,পুলিশ সুপার নিজে রজকান্তর সঙ্গে দেখা করে সেই টাকা পৌঁছে দেবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।সেই মতো আজ দুপুরে বারাসতের মালঞ্চ এলাকায় আসেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।ছিলেন বারাসত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ কর্তারা।

এদিকে,বিরল রোগে আক্রান্ত ছেলেকে হুইলচেয়ারে বসিয়ে সাগর বাবু ও শাশ্বত দেবীও আসেন সেখানে।এরপর,বাবা ও মায়ের উপস্থিতিতে পুলিশ সুপারের হাতে খামবন্দী সেই টাকার চেক তুলে দেন রজকান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here