পুরোনো কর্মীদের দলে ফিরিয়ে আনতে বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের তরফে ‘স্বীকৃতি সম্মেলন’ |

0
570

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ১৫ মার্চ :: বাঁকুড়া :: পুরাণো কর্মীদের দলে ফিরিয়ে আনতে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলা জুড়েও তৃণমূলের তরফে ‘স্বীকৃতি সম্মেলন’ অনুষ্ঠিত হলো। রবিবার জয়পুরের একটি বেসরকারী রিসর্টে স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার উপস্থিতিতিতে ১৪ জন পুরাণো তৃণমূল কর্মীকে উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

মানিক পাল নামে এক তৃণমূল কর্মী বলেন, দলের জন্মলগ্ন থেকে ছিলাম। কিছু ভুল বোঝাবোঝির কারণে সরে যাই। আবার পূর্ণোদ্যমে দলের কাজ করবেন জানিয়ে তিনি বলেন, সিপিএমের আমলে অনেক অত্যাচার সহ্য করেও দলে ছিলাম, এখনো আছি। এই মুহূর্তে কোতুলপুর বিধানসভায় তৃণমূলকে জেতানোই তাদের অন্যতম লক্ষ্য বলে তিনি জানান।

স্থানীয় তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, মনোমালিন্যের কারণে যে পুরাণো কর্মীরা বসেছিলেন সবাইকে ডাকা হয়েছিল। এই রকম ১৬ জনকে ডাকা হলেও দু’জন শারিরীক অসুস্থতার কারণে আসতে পারেননি। তাদের সাথে কথা হয়েছে। প্রত্যেকেই দলের সঙ্গে আছেন। একই সঙ্গে এই সব পুরাণো কর্মীদের দলের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here