বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করার দাবিতে বাঁকুড়ায় ডিভিসির কর্মী বিক্ষোভ

0
579

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২রা জুন :: বাঁকুড়াঃ :: ২০০৩ সালের বিদ্যুৎ বিলের সংশোধনী এনেছে মোদি সরকার। এই বিল প্রত্যাহার করার দাবিতে সারা দেশের সঙ্গে ডিভিসির ঝাড়খন্ড ও এ রাজ্যের সমস্ত দামোদর উপত্যকা জুড়ে একসাথে গর্জে উঠল ডান বাম কর্মী ইউনিয়নগুলি।

ডিভিসির সদর দপ্তর কলকাতা, দিল্লির অফিস, মেজিয়া, দুর্গাপুর, অন্ডাল, রঘুনাথপুর, চন্দ্রপুরা, বোকারো, পুঁটকি, মাইথন, পাঞ্চেত, জামসেদপুর, হাজারীবাগ, রাঁচি সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাবস্টেশন গুলিতে শ্রমিকরা এদিন প্রতিবাদ বিক্ষোভ করে সংসদ ভবন অভিযানের ডাক দেন।

এই বিলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলির মতো জাতীয় মৌলিক সংস্থাগুলিকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে মোদী অমিত শাহ জুটি । এর ফলে গরীব এবং কৃষকদের জন্য যে ভর্তুকি দিয়ে সেই অর্থ ধনি ও বড় ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হতো সেই ক্রশ সাবসিডি। তুলে দিয়ে সারাদেশে গরিব-ধনী বড় ব্যবসায়ী সকলের সাথে একই দরে বিদ্যুৎ নেওয়া হবে। এতে কৃষি উৎপাদন মার খাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here