বেঙ্গালুরু থেকে বাঁকুড়ায় পৌঁছালেন পরিযায়ী শ্রমিক সহ 1200 জন যাত্রী।

0
634

নরেশ ভকত :: ২৪ঘন্টা লাইভ :: ১২ই,মে :: বাঁকুড়াঃ :: ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকরা অবশেষে নিজের রাজ্যে ফিরতে পেরে স্বস্তি নিঃস্বাস ফেললেন। লকডাউনে ফলে কষ্টে দিন কাটানোর প্রায় দু মাসের পর অবশেষে নিজের রাজ্যের মাটিতে পা রাখলেন শ্রমিকরা। শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের ব্যাবস্থা করে বিভিন্ন রাজ্য থেকে ফিরিয়ে আনা হল তাদের। মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে আশা ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন বাঁকুড়ায় পৌঁছায়।

এই ট্রেনে বাঁকুড়া সহ বীরভূম , মুর্শিদাবাদ , মালদা, উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , হুগলি , কলকাতা, নদীয়া, পূর্ব মেদিনীপুর জেলার পরিযায়ী শ্রমিক সহ বেশ কাছু চিকিৎসা করাতে যাওয়া সাধারণ মানুষ সহ মোট 1200 জন এরাজ্যে পৌঁছালেন। অবশেষে নিজের রাজ্যে বা বাড়িতে ফিরতে পেরে খুশি সকলেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here