হেলিকপ্টার থেকে জীবাণুনাশক ছড়িয়ে করোনা প্রতিরোধ করার চেষ্টা হোক আবেদন নৈহাটির আইনজীবীর !

0
588

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৮ই,এপ্রিল :: নৈহাটী :: করোনার করাল গ্রাসে ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে বহু মানুষের প্রাণ চলে গিয়েছে. ভারতেও করোনায় আক্রান্ত আক্রান্ত ও মৃতের সংখ্যা নেহাত কম নয়। সে কারণেই করোনা ভাইরাস কে প্রতিহত করতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে কাজ করা সত্ত্বেও এখনো পর্যন্ত করোনাভাইরাস কে বাগে আনা সম্ভব হয়নি।

কি ভাবে করোনা ভাইরাস কে প্রতিহত করা যায় এটাই সব থেকে বড় চিন্তার বিষয় সকলের কাছে। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় অভিনব পদ্ধতি প্রয়োগ করার আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কে ইমেইল মারফত চিঠি দিলেন ব্যারাকপুর আদালতের এক আইনজীবী নৈহাটি বিজয়নগর এর বাস সুকুমার বিশ্বাস।

তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে হেলিকপ্টার অথবা প্লেন এর সাহায্যে যতটা সম্ভব এলাকা জুড়ে জীবাণুনাশক ছড়িয়ে করোনা প্রতিরোধ করার চেষ্টা গেলে এই মারন ভাইরাস এর থেকে অনেকটাই মুক্তি পাওয়া যেতে পারে। আর এই পদ্ধতি প্রয়োগ করলে যতটা সম্ভব কে করোনা প্রতিহত করে দেশের ও দশের প্রাণ বাঁচান সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here