8 দফা দাবি নিয়ে বাঁকুড়ার জেলাশাসক ও মহকুমার শাসককে বিক্ষোভ দেখালেন বাম শ্রমিক ইউনিয়নগুলি।

0
453

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২৯শে এপ্রিল :: বাঁকুড়া :: “প্রচেষ্টা প্রকল্প” চালু করেও বন্ধ হয়ে গেল তা পুনরায় চালু করতে হবে। ন্যূনতম 1000 নয় 5000 টাকা প্রতি মাসে প্রতি শ্রমিকে এই লকডাউন সময় দিতে হবে। রেশন ব্যবস্থায় 5 কিলো চাল নয় 25 কেজি চাল ও 2 কেজি ডাল প্রত্যেক পরিবারকে দিতে হবে।

বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ঘরে ফেরার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন কারখানায় 2 মাসের বকেয়া বেতন অবিলম্বে প্রদান করতে হবে। পি এইচ ই কাজের সঙ্গে যুক্তদের সরকারি বীমার আওতায় আনতে হবে, সহ 8 দফা দাবিতে আজ বাঁকুড়ার জেলাশাসক ও মহকুমার শাসককে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভ দেখালেন বাম শ্রমিক ইউনিয়নগুলি। অবিলম্বে এই দাবিগুলো পূরণ না হলে পুমরায় সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন বাম শ্রমিক নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here