আজ বোর্ড গঠন ‘ফ্রী অ্যান্ড ফেয়ার’ – কে কে পাবেন এবার পঞ্চায়েতের চেয়ার ?

0
39

২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা / সুব্রত দাস / ব্যারাকপুর / ১১ আগস্ট ২০২৩: গত ৮ই জুলাই রাজ্যজুড়ে সম্পন্ন হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর ১১ই জুলাই প্রকাশিত হয় তার ফলাফল । ইতি মধ্যেই হিংসা কারচুপির মত একাধিক বিষয় মামলা হয় আদালতে। মূলত জয়ী প্রার্থীদের ভাগ্যনির্ভর করবে মহামান্য আদালত ।

Add : SHILPA’S

তবে পঞ্চায়েত বোর্ড গঠনের উপর কোন নিষেধাজ্ঞা না থাকায় আগামী ১৬ ই আগস্ট এর মধ্যে সমস্ত জায়গায় বোর্ড গঠন করবার নির্দেশ জারি হয় নবান্ন থেকে । একই নির্দেশ পাঠানো হয় সমস্ত জেলাশাসক ও পঞ্চায়েত নির্বাচন অফিসারদের কাছে । নির্দেশ রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গঠনের ।

Add : Ganesh Seth

সেই মতো ব্যারাকপুর ব্লক ওয়ানের অন্তর্ভুক্ত রয়েছে ৮টি পঞ্চায়েত । আজ  এখানে সম্পন্ন হতে চলেছে বোর্ড গঠন। তবে প্রশ্ন, কারা কারা পাবেন এই ৮টি পঞ্চায়েতের দাইত্ব ।

Add : Subham Medica

বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে, নির্বাচনের প্রচার কালেই মন্ত্রী পার্থ ভৌমিকের দেওয়া প্রতিশ্রুতি অনুযাই মামুদপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের আসনে বসতে চলেছেন প্রিয়াঙ্কা মালাকার ও উপপ্রধানের পদে অশোক হালদার।

Add : Gita Construction

শিবদাসপুর পঞ্চায়েতের সম্ভাব্য প্রধান অলকা দাস ও উপপ্রধান সেরিনা বেগম এবং বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ এর সম্মুখীন থাকলেও কাঁপা চাকলায় রবীন্দ্রনাথ নিয়োগী পুনরায় বসতে চলেছেন প্রধানের চেয়ারে আর উপ-প্রধান হতে পারেন এখানকার ডাকাবুকো নেতা রহমত শা (লকা) ।

Add : R Chandra Jrs

পাশাপাশি পলাশী মাঝিপাড়া পঞ্চায়েতে সম্ভাব্য প্রধান হচ্ছেন তপন পান ও উপপ্রধান মিনু হেমব্রম ।

Add : Krishna Traders

জেঠিয়া পঞ্চায়েতে প্রথম থেকেই মদন বিশ্বাসের নামটি প্রধানের উদ্দেশ্যে উঠে আসছিল, কিন্তু পরবর্তীতে সূত্র মারফত জানা যায় এখানে এগিয়ে গেলেন বিদাই বোর্ডের উপ-প্রধান অশোক দাস ( কালা ) আর উপপ্রধানের পদে উজ্জ্বল কুমার পাইন কিংবা উর্মিলা মন্ডলের মধ্যে হবে একজন।

Giri Medical

দেখা যাচ্ছে পানপুর কেউটিয়ার সম্ভাব্য পঞ্চায়েত প্রধানের দৌড়ে এগিয়ে রয়েছেন সুনিতা ঘোষ আর উপপ্রধান এর দৌড়ে শ্রীমা দে বিবি কে পছন্দ করা হচ্ছে ।

কাউগাছি-১ এ সম্ভাব্য প্রধান হতে চলেছেন সমীর চক্রবর্তী  এবং উপ-প্রধানের পদে শর্মিষ্ঠা দাস।

Add : Universal School

কিন্তু কোনো বিশেষ কারনে কাউগাছি-২ এর সম্ভাব্য প্রধান ও উপপ্রধান এর নামের ধোঁয়াশা কাটছে না । মনে করা হচ্ছে এখানে প্রধান ও উপ প্রধানের একাধিক দাবিদার তৈরি হয়েছে।এমনটাই তথ্য মিলছে সূত্র মারফত।

Add : Ambedkar Public School

তবে এখনো পর্যন্ত আরো কএকটি পঞ্চায়েত অঞ্চলে চাপা ক্ষোভে রয়েছেন কিছু জয়ী প্রার্থীরা। হয়তো তারাও আশা করে রয়েছেন আসনের অপেক্ষায়।

Add : YCC

এবার দেখার বিষয় যে আজ বোর্ড গঠনের সময় কি তারা চুপ চাপ মেনে নেবেন দলীয় ফরমান না কি হবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ?

Add : Lokenath

তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণ শান্তি ও শৃঙ্খলা বজায় রেখেই পঞ্চায়েত বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন । আর এখন শুধু সময়ের অপেক্ষা, যে কতটা শান্তিপূর্ণভাবে গঠিত হবে এই পঞ্চায়েত গুলির বোর্ড গঠন পর্ব।

Add : NICE PARK

কারন বারাকপুর ব্লক ওয়ান এর সভাপতি রানাদাস গুপ্ত কে জেলার তরফ থেকে বরখাস্ত করে দিলেও কেন্দ্রীয় কমিটি থেকে এখনও তাকে সরানো নিয়ে কোনো নির্দেশ জারি না হওয়ায় এখনো তিনি নিজেকে  সভাপতি বলছেন ।

Add : Keshri Light House

মূলতঃ তিনি নতুন সভাপতি রবীন্দ্র নাথ নিয়োগীর উপর কোটি কোটি টাকার দুর্নীতিও অভিযোগ এনে ছিলেন । সাধু তাই নয় রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক কে ও কোনো রকম ছাড় দেন নি । তার বক্তব্য কে দুর্নীতিবাজ দের কে পদে রাখা হলে আবারও তিনি গরজাবেন।

সোশ্যাল মিডিয়ায় এখনও যা লিখছেন রানা।

এবার  সেদিকেও আজ থাকবে নজর যে বিরোধীরা তো যা যা বলার তা বলবেন কিন্তু দলের এই গুরুত্বপূর্নেণ তা কি কি বলেন শুনতে কান পেতে আছেন সকলেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here