আর জি কর কাণ্ডে সন্দীপ সহ ৭ জনের পলিগ্রাফ টেস্ট! মিথ্যা বললেই এবার ধরা পড়বে “লাই ডিটেক্টর” – এ

0
71

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ২৪ আগস্ট ২০২৪; আর জি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাত জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত।

Panch foron

এ বার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ, অভিযুক্ত, অভিযুক্তের ‘বন্ধু’, হাসপাতালের চার চিকিৎসক পড়ুয়ার পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে সিবিআই।

Krishna Construction

পলিগ্রাফ পরীক্ষাকে ‘লাই ডিটেক্টর’ পরীক্ষাও বলে থাকেন কেউ কেউ। অর্থাৎ, অভিযুক্ত মিথ্যা বলছেন কি না, তা যাচাইয়ের পরীক্ষা।

Add
Archana Diagnostic

পলিগ্রাফ পরীক্ষা সাধারণত জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে করা হয়।

RADAR

আরজি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় সেই পলিগ্রাফ প্রক্রিয়ার জন্যই বৃহস্পতিবার শিয়ালদহ কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই।

শুক্রবার সেই অনুমতি মিলেছে। শুক্রবার শিয়ালদহের আদালতে হাজির করানো হয়েছিল আর জি কর কাণ্ডের অভিযুক্তকে। তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।

Standard Glass House

কড়া নিরাপত্তার মাঝে বিচারকের কক্ষে তাঁর শুনানি হয়েছে। সেখানে সাংবাদিক বা বাইরের কারও প্রবেশের অনুমতি ছিল না।

অভিযুক্তের তরফে জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি। এই আবহে আরজি কর-কাণ্ডে অভিযুক্ত-সহ সাত জনের পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here