আহত অবলা সারমেয়র উদ্ধারে এগিয়ে এলেন কাঁচারাপাড়া সমাজ সেবী রূপেশ সাউ

0
163

নিজেস্ব প্রতিনিধি ::২৪ঘন্টা লাইভ :;১৯ই সেপ্টেম্বর ::কাঁচারাপাড়া “জীবে প্রেম করে যেই জন – সেই জন সেবিছে ঈশ্বর” এই কথা যেন অক্ষরে অক্ষরে প্রমাণিত হলো। কাঁচরাপাড়া 15 নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তিত্ব রুপেশ সাউ তিনি একাধারে সমাজসেবী রাজনীতিবিদ এবং অন্য ধারে তিনি একজন পশুপ্রেমী। বিগত লকডাউনে তিনি যেমন দুস্থ মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিয়েছেন তেমনি অবলা নির্বাক প্রাণীদের সেবা শুশ্রুষা প্রদান করেছেন। ঠিক তেমনি একটি ঘটনা আমাদের সংবাদমাধ্যমে ধরা পরল 17 ই সেপ্টেম্বর রাতে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ কাঁচরাপাড়া 18 নম্বর ওয়ার্ডে একটি রাস্তার কুকুর কে ভোজালি দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। সেই কুকুরটিকে মরণাপন্ন অবস্থায় তুলে নিয়ে এসে শুশ্রূষা ্রদান করলেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব রুপেশ সাউ।

এই নির্বাক প্রাণীদের প্রতি ভালোবাসা এবং তাদের শুশ্রূষা দায়িত্ব তিনি আজকে থেকে না বিগত 22 বছর ধরে করে আসছে। কয়েক বছর আগেও একটি বাঁদরের ছানা কে রাস্তায় খুঁজে পেয়ে তিনি তাকে শুশ্রূষা প্রদান করে দায়িত্ব সহকারে বনদপ্তর এর হাতে তুলে দিয়েছিলেন। তার কথা অনুযায়ী তার 15 নম্বর ওয়ার্ডের যত স্ট্রীট ডগ আছে তাদের খাওয়া-দাওয়া থেকে ধরে ভ্যাকসিনেশন বিগত বহুবছর ধরে করে আসছেন। এমনকি লকডাউনেও স্ট্রীট ডগ দের জন্য কাঁচরাপাড়া থেকে প্রায় হালিশহর পর্যন্ত খাবার তিনি পৌঁছে দিয়েছিলেন। 17 সেপ্টেম্বরের রাতে ওই ঘটনার তিনি তীব্র নিন্দা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here