ইতিহাসে MA, B.ED পাস করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের যুবক

0
53

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ৪ সেপ্টেম্বর ২০২৪; নাম সুভাষচন্দ্র দাস! এ এক অন্য সুভাস!

Add
Archana Diagnostic

উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি। সেজন্য জুতো সেলাই করে সংসার চালানো এ এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী।

Panch foron

তবে তার জুতো সেলাই আজকের থেকেই নয়, পড়াশোনার খরচ চালাতে এক সময় কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতা সেলাই থেকে জুতো পালিশ করতেন।

Krishna Construction

দিনের পরিবর্তন হলেও সুভাসের ভাগ্য পরিবর্তন হয়নি। এখনও রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এমএ, বিএড পাস করা সুভাষচন্দ্র দাস।

উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় সকলে চেনেন। সেই সূত্রে কিছু ছাত্রও পড়ান।

Standard Glass House

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে বসবাস তার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এমএ পাস করে সুভাষ।

পড়াশোনার সময়, কলেজ এর জীবনটি ও তার ভালো ছিল না। পড়াশোনা সূত্রে বারাসাতে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

কিন্তু প্রশ্ন খরচ চালাতে তাকে জুতা সেলাই, পালিশের করতে হতো। ভাড়া বাড়িতে থাকা কর্তার কাছে এই খবর পৌঁছালে তিনি অন্যত্র থাকার কথা বলে দেন।

তারপরের বেশ কয়েকদিন প্ল্যাটফর্মেই কাটে সুভাষের। সুভাস জানায়, ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল সে।

Add : Subham Medica

আইনি জটে আটকে নিয়োগ। তবে পুজোর আগে সেই জট কাটতে পারে। এবার কি তবে সুদিন ফিরবে, সেই অপেক্ষায় সুবাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here