এক যুবতীকে ফিরিয়ে এনে বড়সড় সাফল্য পেল বাঁকুড়ার সোনামুখী থানার পুলিশ।

0
204

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২১শে জুলাই :: বাঁকুড়াঃ :: বাঁকুড়ার সোনামুখী থানার পুলিশ এক যুবতীকে বাড়ি ফিরিয়ে বডসড়় সাফল্য পেল। নিখোঁজ হওয়াএক যুবতীকে কোচবিহার থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন বাঁকুড়ার সোনামুখী থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোনামুখী থানার নবাসন পঞ্চায়েত এলাকা থেকে গত ৪ ঠা জুলাই এক যুবতী নিখোঁজ হয়ে যান । পরিবারের পক্ষ থেকে সে দিন খোঁজাখুঁজি করার পর তার সন্ধান না মেলায় প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। এবং পরে 5 ই জুলাই সোনামুখী থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে।

অভিযোগের ভিত্তিতে সোনামুখী থানার পুলিশ তদন্তে শুরু করে। তদন্তের নেমে পুলিশ জানতে পারে নিখোঁজ হয়ে যাওয়া ওই যুবতী কোচবিহার জেলার কোতোয়ালি থানা এলাকায় রয়েছে। সোনামুখী থানার পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। যুবতীর কাকা গুরুপদ দাস বলেন, পুলিশ তদন্তে নেমে উদ্ধার করে আমার ভাইজিকে আমাদের হাতে তুলে দিয়েছেন । পুলিশ যেভাবে তদন্তে নেমে তৎপরতার সঙ্গে কাজ করে আমাদের ভাইজিকে আমাদের হাতে তুলে দিলেন এর জন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here