২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ রাজিব গুপ্তা/ ১১ আগস্ট : উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়ার ১ নং গ্রাম পঞ্চায়েত শুক্রবার শুরু হয় বোর্ড গঠন প্রক্রিয়া । সেখানে ৩ জন বাম সদস্যরা অনুপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন বিজেপির ১১ জন এবং তৃণমূলের ৮ জন পঞ্চায়েত সদস্য ।

ভোটাভুটি তে সংখ্যা গরিষঠতায় থাকায় বোর্ড গঠন করে বিজেপি । বিজেপির তরফ থেকে পঞ্চায়েত প্রধান পদে সমীর কুমার বিশ্বাস এবং উপপ্রধান সুলতা বিশ্বাস কে মনোনীত করা হয় ।

সকল বিজেপি সদস্যরা সহমত পোষণ করেন। বোর্ড গঠনের পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং আবির খেলায় মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। সমীর বাবু বলেন “প্রধান হয়ে আমার প্রথম কাজ হবে সাধারণ মানুষের সেবা যত্ন এবং রাস্তাঘাটের উন্নতি করা।”

এই প্রসঙ্গে বনগাঁ সংগঠনিক জেলা বিজেপি সহ-সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন ‘কনিয়াড়ার মানুষ দেখিয়ে দিল বাগদার মাটি বিজেপির শক্ত ঘাঁটি। আমাদের পরিচালিত গ্রাম পঞ্চায়েতে এবার গঠিত হবে রাম রাজ্য । “