কাঁচরাপাড়ায় : ট্রেনের ধাক্কায় গুরুতর আহত মদ্যপ এক ব্যক্তি

0
8

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা / শুভম রায় : মদ্যপ অবস্থায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন  অমিত সাউ (ওরফে ডেবা ) নামক এক ব্যক্তি, বয়েস আনুমানিক ৪৫ বছর । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া স্টেশনে। ।

Vimal Saree Centre

যান গিয়েছে  এদিন রাতে মদ্যপ অবস্থায় স্টেশনের ডাউন প্লেটফার্মে ঘুরে বেড়াচ্ছিলেন  কাঁচরাপাড়া ৭নং ওয়ার্ডের কালিনগর রোড এলাকায় ওই ব্যক্তি ।

Add : Lokenath

সেই সময় সিয়ালদহগামি গেদে লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়েন ট্রেন লাইন ও প্লেটফার্মের মাঝে। সেখানে যাত্রী ও স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Add : R Chandra Jrs

পরবর্তীতে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কল্যানী JNM হাসপাতালে । অল্পের জন্য প্রানে রক্ষা পেলেও আহত ব্যক্তির মুখে ও মাথায় আঘাত লেগেছে যার জন্য ২২টি সেলাই পড়েছে  তার মাথায় । বাড়ির লোকেদের খবর দওয়া হলে তড়িঘড়ি তারাও ছুতে আসেন হাসপাতালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here