২৪ ঘণ্টা লাইভ সংবাদ দাতা / রাজিব গুপ্তা /কাঁচরাপাড়ায় / ৯ সেপ্টেম্বর ২০২৩: আজ শনিবার সকাল অভিশপ্ত বলে মনে হলো কাঁচরাপাড়া বাসীদের জন্য । সকাবেলায় স্টেশন এর নিকট পুরসভা দ্বারা নির্মাণাধীন একটি মার্কেটের দোতলা থেকে পড়ে গিয়ে আহত হলো এক শ্রমিক ।

এই ঘটনায় প্রাণে হারালো সেই শ্রমিক। অন্যদিকে আজই ১৯ নাং ওয়ার্ড অন্তর্ভুক্ত ৪৫ নং নৃপেণ সরকার রোডের উপর অবস্থিত একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক বয়স্ক মহিলার মৃত দেহ তথা ভীষন আশঙ্কা জনক অবস্থায় এক মহিলা । সম্পর্কে উভযে মা আর মেয়ে।

অনুমান যে বিষ পান করে এই ঘটনায় রাধারাণী দেবীর মৃত্যু ঘটে তথা আশংকা জনক অবস্থায় কল্যাণী JNM হাসপাতালে ভর্তি করানো হয় তার কন্যা ববিতা দেবী কে । পরিবারের লোকেদের অনুযায়ী প্রতিনিয়ত বাড়িতে অশান্তি লাগিয়ে থাকেতেন এই তালাকপ্রাপ্ত মহিলা ববিতা দেবী।

পিতা ছিলেন স্কুল শিক্ষক, তিনি জীবিত থাকার সময় তার উপর চালাতেন অত্যাচার এবং বর্তমানে মায়ের উপর করতেন চরম নির্যাতন। আজ সকালে তাদের কামরায় দেখা যায় অচেত অবস্থায় বিছনায় পড়ে আছেন মা তথা নিঃস্বাস চলছিল তার মেয়ের।

সাথে সাথে খবর দেয়া হয় বীজপুর থানার পুলিশ কে। ঘটনাস্থানলে উপস্থিত বীজপুর থানার পুলিশের দ্বারা সিল করে দেয়া হয় সেই অভিশপ্ত কামরা । মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন ।

এই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় এবং ববিতা দেবীর উপর ক্ষিপ্ত এলাকাবাসীরা।