কাঁচরাপাড়ায় সাংবাদিক দের রক্তদান শিবির ।

0
282

24 ঘন্টা লাইভ সংবাদদাতা / আনন্দ মুখোপাধ্যায়  / ব্যারাকপুর / 25 জুলাই : প্রয়াত সাংবাদিক দের সম্বর্ধনা দিয়েই, সংবাদ মাধ্যম সংগঠন “The Bengal Press Association” এর তরফ থেকে গতকাল 24 জুলাই 2021, কাঁচরাপাড়ায় আয়োজন হলো এক রক্তদান শিবিরের  ।

সংগঠনের সদস্যগন

সকাল থেকে তুমুল বৃষ্ঠির জেরে অনেকেই না আসতে পারলেও মোট 29 জন এর রক্তদান করা সম্ভব হলো ।

কিছু বিশেষ মুহূর্ত

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজপুরের  বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর এর পৌর প্রশাসক রাজু সাহানি, সমাজসেবী রামা শংকর গিরি, ব্যবসাই প্রসেনজিৎ হাজরা, মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল, বরিষ্ঠ সাংবাদিক অনন্ত চট্টোপাধ্যায়, বীজপুর থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত বিশ্বাস ও ব্যারাকপুর B N Bose হাসপাতালে সুপার সুদীপ্ত ভট্টাচার্য মহাশয় ।

অতিথি

এদিন ফিতে কেটে রক্তদান শিবির এর শুভ উদ্বোধন করলেন বিজপুর বিধায়ক এবং প্রথম রক্তদান করেন 24 GhontaLive এর তরফ থেকে উজ্জ্বল সাউ

প্রথম রক্তদাতা উজ্জ্বল সাউ

শুধু তাই নয়, 24GhontaLive এর কর্নধার ও সংস্থার সহ-সভাপতি রাজিব গুপ্তা স্বয়ং রক্তদান করে রক্তদাতাদের উৎসাহিত করেন ।

রক্তদান করলেন সংস্থার সহ সভাপতি রাজীব গুপ্তা

এই রক্তদানে 24GhontaLive, Samachar SAATDIN, The Regular, Purbanchal Times, Star1 News, News Bharat, Calcutta Times এর তরফ থেকে রক্তদাতারা  রক্তদান করলেন ।

রক্তদাতা রা পেলেন সম্মান

উল্লেখ্য, ব্যারাকপুর সাব ডিভিশনে কোন সংবাদ মাধ্যম সংগঠনের তরফ থেকে এটি প্রথম রক্তদান কর্মসূচি

Adv : LOKENATH BANQUET

এই সুন্দর একটি অরাজনৈতিক আয়োজনে অনেকেই আমন্ত্রিত না থাকলেও দেখা গেল তাদের স্বয়ং উপস্থিত হতে ।

Advertisement

তাই সংস্থার তরফ থেকে তাদেরকেও অতিথিদের সাথেই সম্বর্ধিত করা হলো ।

Adv
Adv : Keshari Light House

অনেকেই আবার সাংবাদিক না হলেও এই রক্ত দান শিবিরে এসে নিজের রক্ত দান করেন ।

Advertisement 8240054075

সংগঠনের তরফ থেকে সকল রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দিয়ে পরিবেশ রক্ষার সংবাদ ও দায়িত্ব দেওয়া হলো ।

অতিথির হতে গাছ তুলে দিচ্ছেন সম্পাদক সোনালী ব্যানার্জি

রক্তদান শিবিরের সাফল্য নিয়ে সকল রক্তদাতা ও উপস্থিত সমস্ত সংবাদ মাধ্যমের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি স্বপন দাস

সভাপতি স্বপন দাস কে সম্বর্ধনা দেওয়া হলো

সম্পাদক সোনালী বন্দ্যোপাধ্যায় বলেন ‘আজ ‘The Bengal Press Association’ শুধু সাংবাদিক দের প্রতি নয়, সমাজের প্রতিও দায়বদ্ধ । আগামী দিন সংগঠনের পক্ষ থেকে আরো অনেক কর্মসূচি নেওয়া হবে ।’

রক্তদানের সূচনা করলেন বিষয়, পাশে সম্পাদক সোনালী বানার্জি

সহ সভাপতি রাজিব গুপ্তা বলেন আজ আমার 34তম রক্তদান । সবাই জানে আমরা (সাংবাদিকরা) মৃত্যু কে ভয় পাই না, তবে এখনও অনেকেই সামান্য ছুঁচ কে ভয় পাচ্ছে ।

তাই সমস্ত দিক থেকে বাধা না থাকলে অবশ্য এই মহৎ কাজে অংশ গ্রহণ করা উচিত ।

অতিথি

সম্পূর্ণ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন নুপুর প্রামানিক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here