২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা / রাজিব গুপ্তা / ২০ জুলাই: প্লাস্টিক বর্জন থেকে শুরু করে পরিবেশ দূষণ এর বিরুদ্ধে লড়তে কমর বেধে নেমেছে হালিশহর পৌরসভা ।

এক দিকে কাঁচরাপাড়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ডোবা ভরাট করে বহুতল নির্মাণ চলছে, আর কমাইবাজ দের সামনে নীরব প্রশাসন ও পৌরসভা ।
কিন্তু অন্যদিকে রাজু সাহানির নেতৃত্বে পুকুর ভরার ও প্লাস্টিক ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ করে তার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ২০ টি করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে হালিশহর পৌরসভা । আর এই উদ্যোগ কে সাফল্য করে তুলতে এগিয়ে এসেছেন CIC জিয়াউল হক । গত বুধবার ১৮ জুলাই দেখা গেলো তিনি তার নিজের ২১ নম্বর ওয়ার্ডে গাছ লাগলেন এবং সেই গাছ গুলি যাতে নষ্ট না হয় যায় সেখানে বেড়া ও জলি দিয়ে ঘিরে দেওয়া হলো।