২৪ ঘন্টা লাইভ সংবাদাতা / রাজীব গুপ্তা / কাঁচরাপাড়া / ১০ জুন ২০২৩ : আজ ৪৫তম দিনে হুগলির পর কাঁচরাপাড়া থেকে বনগাঁ র দিকে রওনা দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। খুব আল্প্ সময়ের জন্য দাঁড়ালেন কাঁপা মোড়ে, সেখানে তাকে সম্বর্ধনা দিলেন রাজ্যের তাবড় তাবড় নেতারা ।

প্রায় ১০ হাজার এর বেশি মানুষের সমাগম ছিল, সবাই অপেক্ষায় ছিলেন যে কাঁপা মোড় অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করলে তাকে স্পষ্ট ভাবে দেখতে পারবেন, কারণ তার কর্মসূচিতে ছিল সেই মূর্তিতে মাল্যদান করার।

সেই অনুযায়ী স্বামীজীর মূর্তির সামনেই নামানো হলো তাকে। সেখানে স্বামীজীর মূর্তির সামনেই নিজের প্রবীণ নেতাদের পা ছুঁয়ে প্রণাম করলেও কিন্তু এক বারের জন্য ও মাল্যদান তো দূর, সেখানে তার দিকে চোখ পর্যন্ত ফেরালেন না যুবরাজ অভিষেক।

এতে অবশ্যই অবাক হলেন কিন্তু কারোর কিছু বলার ছিল না সাহস। আর সকলের মত স্বামীজীও চুপচাপ চোখ খোলা আর মুখ বন্ধ করে থাকলেন।

কিছু মানুষকে বলতে দেখা গেলো মনীষীর মূর্তির সামনে দাঁড়িয়ে নিজের নেতাদের পায় প্রণাম কিন্তু বিশ্ব নেতা এবং পথপ্রদর্শক কে ন্যূনতম সম্মান না দিয়ে এক মনীষীর অপমান করলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। এতে বিরোধীরাও তাকে করলেন কটাক্ষ।