খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে নির্বাচনের ফলাফল নিয়ে সাংবিধানিক সংকট হতে পারে !

0
238

রাজীব গুপ্তা :: ২৪ ঘন্টা লাইভ :: ২৫শে এপ্রিল :: খড়দহ :: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে কাজল বাবু ভর্তি হন । সূত্রের খবর রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে ।

সঙ্গে তিনি তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন । সকালে বেলেঘাটা আইডিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।দলের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় । ভোট মিতে যাবার পর প্রার্থীর মৃত্যুতে এক সাংবিধানিক সংকট তৈরী হলো ।নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার পরে প্রার্থীর যদি মৃত্যু হয় তাহলে নির্বাচন কমিশনের সামনে বেশ কিছু বিকল্প এসে যায় ।

নির্বাচন কমিশনের নিয়ম বলছে মৃত প্রার্থী যদি ভোট গণনার পরে জিতে যান তাহলে কিন্তু খোর্দ বিধানসভায় উপনির্বাচন অবশম্ভাবী । কারন সেক্ষেত্রে নির্বাচিত বিধায়কের মৃত্যু হলে যে নিয়ম প্রযোজ্য তাই প্রযোজ্য হবে । ফলে সেখানে উপনির্বাচন হবে । অবশ্য যদি প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহা হেরে যান সেক্ষেত্রে যিনি নির্বাচনে জিতবেন তিনিই কেন্দ্রের বিধায়ক বলে ঘোষিত হবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here