খড়্গপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো।

0
351

চন্দন মন্ডল :: ২৪ ঘন্টা লাইভ :: ৯ই,আগস্ট :: খড়গপুর :: আজ ৯ই অগাস্ট বিশ্ব আদিবাসী দিবসের প্রাক্কালে বিশ্ব তথা দেশের সর্বত্রই ছড়িয়ে থাকা সমাজে বহু দিন ধরে অবহেলিত আদিবাসী ভাই বোনদের এগিয়ে আনতে এবং সমাজের সর্ব সাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলতে এবং তাঁদের সার্বিক পরিস্থিতি উন্নয়নের স্বার্থে তাঁদের বর্তমান প্রজন্মের কাছে সুন্দর সুষ্ঠ পরিকাঠামো তুলে ধরতে এর আগেও বহুবার বিভিন্ন বিশ্ব সংগঠনের সাথে সামাজিক সংগঠনের ব্যাক্তি বিশেষরা এগিয়ে এসেছেন।

সেইরূপ একটি স্বার্থক প্রচেষ্টায় আজ পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের পরিচালনায়, (সৌজন্যে) খড়গপুর লোকাল থানার তরফে আজ এই বিশ্ব আদিবাসী দিবসে এই সম্প্রদায়ের বিভিন্ন শিল্পী, উন্নয়ন মূলক কর্মে লিপ্ত বিশিষ্ট ব্যাক্তি তথা কীর্তি ছাত্রছাত্রীদের অনুষ্টান মঞ্চে সংবর্ধনা প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় |

তাঁদের কাজে আরো উৎসাহিত করা হয়। বিশিষ্ট জনের মধ্যে আজ মঞ্চে উপস্থিত ছিলেন খড়গপুর (এস.ডি.পি.ও) সুকমল কান্তি দাস, লোকাল থানা (ও.সি ) আসিফ সানি, সি.আই প্রমুখ ব্যাক্তি বিশেষরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here