গতবছর লকডাউন থেকে ধুঁকছে হোটেল ও রেস্তোরাঁ বিজনেস।

1
396

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::৪ই জুন :: বাঁকুড়া :: গতবছর লকডাউন থেকে ধুঁকছে হোটেল ও রেস্তোরাঁ বিজনেস। একেবারে লস এর মুখে হোটেল ব্যবসা। গতবছর করোনাভাইরাস ভারতবর্ষে আসার পর থেকেইকেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দীর্ঘ লকডাউন ঘোষণা করেন এই দীর্ঘ লকডাউন ঘোষণার পর থেকে হোটেল ব্যবসা একেবারে তলানিতে এসে ঠেকেছে টানা কয়েক মাস বন্ধ থাকার পর করোনাভাইরাস একটু স্বাভাবিক হতে খুলে দেয়া হয় হোটেল বিজনেস কিন্তু কিছু মাস যেতে না যেতেই আবার করোনা টু আসার পরে করনা ভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচাতে সরকারি বিধি নিষেধ আরোপ করা হয়

সমস্ত দোকানপাট বাজার পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ সবকিছুতেই বিধিনিষেধ আরোপ করা হয়।কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী পুনরায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই সরকারি বিধি-নিষেধ আরোপ করলেও আস্তে আস্তে করে পুনরায় সবকিছু স্বাভাবিক পথে হাঁটছেন এই মুহূর্তে গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ফিফটি পার্সেন্ট লেবার নিয়ে ভ্যাকসিনেশন করে হোটেল-রেস্তোরাঁ বিকাল 5 টা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা যেতে পারে এ অবস্থায় হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী তারা কি রেস্তোরাঁ খুলবে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here