২৪ ঘন্টা লাইভ সংবাদাতা / রাজীব গুপ্তা / ব্যারাকপুর / ২৯ জানুয়ারি ২০২৩ : যখন অন্যত্র অনেক জায়গায় পুলিশের বিরুদ্ধে শুধু অসাধু আচরনের অভিযোগ ওঠে সেই সময় মানুষের একদম ঘরের বা মনের একেবারে কাছে পৌঁছে যাচ্ছে ব্যারাকপুর পুলিশ বলেই দেখা যাচ্ছে।

খেলাধুলা থেকে শুরু করে, সমস্ত রকম সামাজিক কার্যকালপে তারা থাকছেন মজুদ। কিন্তু তার মানে নিজের প্রশাসনিক দায়িত্ব যে ভুলে যাচ্ছেন তারা, তা কিন্তু একদম নয়। মানুষ কে বেঁচে থাকার বা স্বাধীন ভাবে জীবন যাপন ব্যাতিত করার অধিকার ও নিশ্চিত করেছেন তারা।

রক দিকে পুলিশের প্রতি যেমন বেড়েছে মানুষের ভরসা অন্যদিকে যে আতঙ্কে রয়েছে দুষ্কৃতীরা, তার প্রমান সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা।

গত ৮ই অক্টোবর ২০২২ জেটিয়া থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করে রাজেশ রবিদাস নামক পাল্লাদাহ বাসিন্দা।

তার ১০০ দিন কেটে গেলেও তার মোবাইল ফেরৎ পেলেন তা রাজেশ বাবু কিন্তু ২৬ জানুয়ারি সকাল বেলা আশ্চর্য়জনক ভাবে তার বাড়ির সামনেই একটি প্লাস্টিকের ক্যারি ব্যাগে পাওয়া গেলো।

সেটি খুলে দেখলে তাতে ছিল তার সেই হারিয়ে যাওয়া OPPO কোম্পানির মোবাইল টি ।
এই ব্যাপারে জানা গিয়েছে যে অভিযোগ দায়ের করার সময় সঠিক ভাবে ডিটেল্স উল্লেখ করে দিয়েছিলেন রাজেশ বাবু,

তাতে প্রযুক্তির মদত নেয় পুলিশ এবং সম্ভাবতঃ সেই মোবাইলের IMEI নাম্বার দ্বারা Trace করে ফেলা হয় আর এই alert পেলেই সেই মোবাইল টি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যবহারকারী ব্যক্তি।

গত ২৬ জানুয়ারি নিজের মোবাইল ফিরে পেয়েই জেটিয়া পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কে ধন্যবাদ জানালেন রাজেশ বাবু।

তার প্রতিক্রিয়া নিতে গেলে তিনি আমাদের বলেন : ‘জেটিয়া পুলিশ এমন করলো কারিগরি যে দুষ্কৃতী ৩ মাস পরে হলেও দিয়ে গেলো আমার ফোনের হোম ডেলিভারি।’

তবে জেটিয়া থানার ভারত প্রাপ্ত আধিকারিক প্রদীপ সরকার এর প্রতিক্রিয়ায় তিনি কোনমতেই এর কৃতিত্ব নিজেকে দিতে চাননি ।

তার বক্তব্য অনুযায়ী ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার সম্পূর্ণ মার্গদর্ষণ নিয়ে নিজের দায়িত্ব পূরণ করছেন মাত্র ।