তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গাছের টেন্ডার নিয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় বিজেপি কর্মীরা

0
234

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::৮ই সেপ্টেম্বর ::পশ্চিম মেদিনীপুর :: শালবনির ব্লকের পাথরী ও বড় কলসীভাঙা অঞ্চলের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে গাছের টেন্ডার নিয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। স্থানীয় বিজেপি নেতা নিত্যানন্দ দাস জানান যে বনরক্ষা কমিটি ও স্থানীয় মানুষ জনকে না জানিয়ে রাতের অন্ধকারে পঞ্চায়েত প্রধান পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার গাছ কম মূল্য নির্ধারণ করে দেশের সম্পত্তি নষ্ট করছে,

তাঁদের দাবি গাছ কাটার যে টেন্ডার করা হয়েছে এতে অনেক কম টাকায় কাউকে পাইয়ে দেওয়া হয়েছে। তাঁরা এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সনৎ মাহাতো । তিনি জানিয়েছেন যে যা কিছু হয়েছে নিয়ম মেনে হয়েছে, দুর্নীতির কোনো গল্প নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here