24 ঘন্টা লাইভ সংবাদদাতা / কলকাতা / 16 নভেম্বর : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রাজ্যজুড়ে খুলল সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ।
আপাতত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরো আড়াই পাবেন স্কুলে যাওয়ার সুযোগ ।

এর পাশাপাশি আজ আনুষ্ঠানিকভাবে দুয়ারে রেশন প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

দীর্ঘ এক মাস ধরে চলছিল এই প্রকল্পের ট্রায়াল, ট্রায়াল চলাকালীন উঠে এসেছিল নানান সমস্যা ।

সেই সমস্ত সমস্যার নিরীক্ষণ করে বার করা হলো বিকল্প ব্যবস্থা । যার ঘোষণা আজ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

আজকের ঘোষণা অনুযায়ী
1) রাজ্যের 21000 রেশন ডিলার রা বাড়ি বাড়ি বা পাড়ায় পাড়ায় রেশন পৌঁছতে, প্রয়োজনে একটি গাড়ি কিনলে সেখানে এক লক্ষ টাকা সাহায্য দেবে রাজ্য সরকার ।

2) রেশন সরবরাহকারী ডিলারদের জন্য প্রতি 500 মিটারের মধ্যে ক্যাম্প লাগিয়ে সেই পাড়ায় এরেশন দেওয়ার জারি হল নির্দেশ ।

3) প্রকল্পের জন্য ধার্য গোডাউনের আয়াত কমিয়ে দেওয়ার হল ঘোষণা ।

4) 21000 ডিলাররা প্রয়োজনে দুজন করে অতিরিক্ত স্টাফ নিয়োগ করতে পারবেন । সেই স্টাফদের বেতন হবে 10 হাজার টাকা । যেখানে 50% ভর্তুকি দেবে রাজ্য সরকার ।

মানে প্রতিটি স্টাফকে 5000 টাকা দেবে রাজ্য সরকার এবং শেষ পাঁচ হাজার দিতে হবে রেশন ডিলার দের কে ।