দুয়ারে রেশন নিয়ে নির্দেশিকা জারি রাজ্য সরকারের

0
293

24 ঘন্টা লাইভ সংবাদদাতা / কলকাতা / 16 নভেম্বর : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রাজ্যজুড়ে খুলল সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ।

 

আপাতত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরো আড়াই পাবেন স্কুলে যাওয়ার সুযোগ ।

Adv : LOKENATH BANQUET

এর পাশাপাশি আজ আনুষ্ঠানিকভাবে দুয়ারে রেশন প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

Advertisement

দীর্ঘ এক মাস ধরে চলছিল এই প্রকল্পের ট্রায়াল, ট্রায়াল চলাকালীন উঠে এসেছিল নানান সমস্যা ।

Advertisement 8240054075

সেই সমস্ত সমস্যার নিরীক্ষণ করে বার করা হলো বিকল্প ব্যবস্থা । যার ঘোষণা আজ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

Adv
Adv : Keshari Light House

আজকের ঘোষণা অনুযায়ী

1) রাজ্যের 21000 রেশন ডিলার রা বাড়ি বাড়ি বা পাড়ায় পাড়ায় রেশন পৌঁছতে, প্রয়োজনে একটি গাড়ি কিনলে সেখানে এক লক্ষ টাকা সাহায্য দেবে রাজ্য সরকার ।

Add Crystal Inn

2) রেশন সরবরাহকারী ডিলারদের জন্য প্রতি 500 মিটারের মধ্যে ক্যাম্প লাগিয়ে সেই পাড়ায় এরেশন দেওয়ার জারি হল নির্দেশ ।

Add Panjabi Gharana

3) প্রকল্পের জন্য ধার্য গোডাউনের আয়াত কমিয়ে দেওয়ার হল ঘোষণা ।

Add West Wind

4) 21000 ডিলাররা প্রয়োজনে দুজন করে অতিরিক্ত স্টাফ নিয়োগ করতে পারবেন । সেই স্টাফদের বেতন হবে 10 হাজার টাকা । যেখানে 50% ভর্তুকি দেবে রাজ্য সরকার ।

Add PM CUSINE

মানে প্রতিটি স্টাফকে 5000 টাকা দেবে রাজ্য সরকার এবং শেষ পাঁচ হাজার দিতে হবে রেশন ডিলার দের কে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here