২৪ ঘন্টা লাইভ সংবাদাতা / রাজীব গুপ্তা / ৮ জুন ২০২৩ : অবসান ঘটলো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ধোঁয়াশার। আজ রাজ্য মুখ্য নির্বাচন কমিশন প্রধান রাজীব সিনহা একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে গোষনা করলেন ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন।

১ মাসের মধ্যে সম্পন্ন হবে এই পর্ব। আগামীকাল থেকে শুরু হতে চলেছে তার নির্ঘন্ট। ১ দফার এই নির্বাচনে মনোনয়ন দেয়ার শেষ দিন হলো ১৫ই জুন ২০২৩ এবং ভোটদান হবে ৮ই জুলাই। নির্বাচনে নিরাপক্তা ব্যবস্থায় থাকছে রাজ্য পুলিশ এমন ই জানালেন তিনি।

প্রচারের জন্য সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। তবে ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক না করায় নির্বাচন কমিশনের এই তড়িঘড়ি পদক্ষেপের উপর প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধীদলগুলি।