নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে গেলো রাজমিস্ত্রি ।

0
21

২৪ ঘন্টা লাইভ সংবাদ দাতা / রাজিব গুপ্তা/ কাঁচরাপাড়া/ ৯ ই সেপ্টেম্বর ২০২৩ : আজ শনিবার সকালে কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন পৌরসভার নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় মিলন নামক এক রাজ মিস্ত্রি ।

Vimal Saree Centre

জানা গিয়েছে দোতলায় কাজ করছিলো সে, আর সম্ভবতঃ বৃষ্টি হওয়ায় সেই বিল্ডিংয়ের গায়ে লাগোয়া বৈদ্যুতিক তারের সম্পর্কে চলে আসে মিলন এবং তাতেই ঝটকা খেয়ে নিচে রাস্তায় পড়ে যায় ।

Add : R Chandra Jrs

তড়িঘড়ি তাকে উদ্ধার করে কল্যাণী JNM হাসপাতালে পাঠিয়ে দেয় ঠিকাদার । আপাতত চিকিৎসাধিন আছে মিলন এবং আশঙ্কাজনক পরিস্থিতি থেকে বেরিয়ে বাইরে ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here