২৪ ঘন্টা লাইভ সংবাদ দাতা / রাজিব গুপ্তা/ কাঁচরাপাড়া/ ৯ ই সেপ্টেম্বর ২০২৩ : আজ শনিবার সকালে কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন পৌরসভার নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় মিলন নামক এক রাজ মিস্ত্রি ।

জানা গিয়েছে দোতলায় কাজ করছিলো সে, আর সম্ভবতঃ বৃষ্টি হওয়ায় সেই বিল্ডিংয়ের গায়ে লাগোয়া বৈদ্যুতিক তারের সম্পর্কে চলে আসে মিলন এবং তাতেই ঝটকা খেয়ে নিচে রাস্তায় পড়ে যায় ।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে কল্যাণী JNM হাসপাতালে পাঠিয়ে দেয় ঠিকাদার । আপাতত চিকিৎসাধিন আছে মিলন এবং আশঙ্কাজনক পরিস্থিতি থেকে বেরিয়ে বাইরে ।