২৪ ঘন্টা লাইভ সংবাদাতা / সুব্রত দাস / নৈহাটী / ৪ঠা জুন ২০২২ : ২০১৯ সালে কড়া প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয় লাভ করেছিলেন তৎকালীন ভাটপাড়ার ৪ বারের বিধায়ক অর্জুন সিং।

কিন্তু তার সত্বেও এতদিন ভাটপাড়া ছাড়া কোনো অন্য পৌরসভায় সেভাবে যেতে পারেন নি সাংসদ। কারণ তিনি ছিলেন বিজেপি র সাংসদ। তবে ৩ বছর পর আবার করেছেন ঘর ওয়াপসি,

এখন তিনি হলেন তৃণমূলের সাংসদ। তাই এবারে দেখা যাচ্ছে তার লোকসভা অন্তর্ভুক্ত সমস্ত জায়গায় তাকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সম্বর্ধনা দেয়ার দৃশ্য।

বিগত সময় দেখা গিয়েছে শুধু মাত্র ভাটপাড়া ও গারুলিয়া পৌরসভায় তাকে স্বাগত জানিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছিল কিন্তু আজ তাকে ডেকে নৈহাটী পৌরসভা তে ও স্বাগত ও সম্বর্ধনা জ্ঞাপন করা হলো।

উপস্থিত ছিলেন পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ শান্ত দে, পার্থ প্রতিম দাসগুপ্ত, বিধায়ক পার্থ ভৌমিক ও অন্যান্য পৌর পার্ষদ রা ।