২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা /সুব্রত দাস/ ব্যারাকপুর/৯ই জুন ২০২৩ : নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের বিরোধী দলগুলি একাধিক বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা নিয়েও তোপ ডেকেছেন তারা।

হয়তো সেই কারণেই পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী ভিত্তিতে জনস্বার্থ মামলার অনুমতি দেওয়া হলো রাজ্যের বিরোধী দল বিজেপি ও সিপিআইএম কংগ্রেস জোট কে ৷ পাশপাশি মামলার অনুমতি পেলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷

আর এই পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির আইনজীবী শ্রীজীব চক্রবর্তী ও কংগ্রেসের আইনজীবী কৌস্তভ বাগচী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন ৷ তাদের মূলত দাবি, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা অত্যন্ত কম।

মাত্র ছ’দিনের মধ্যে হাজার-হাজার প্রার্থী কী ভাবে মনোনয়ন জমা দেবেন, তা নিয়ে উঠেছে জোরালো প্রশ্ন। অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, একজন প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার জন্য মাত্র ৩৯ সেকেন্ড সময় দেওয়া হয়েছে, তাতে কী ভাবে ছ’দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্ভব, এই নিয়েই উঠেছে বিরোধীদের প্রশ্নের ঝড়।

পাশাপাশি এই পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানান তারা। তবে কি পিছিয়ে যাবে পঞ্চায়েত ভোট ? এমনই প্রশ্ন উঠছে আমজনতার মনে।