পাঁচ হাজার টাকা সহ মানিব্যাগ ফিরিয়ে নজির গড়লেন লঙ্কার শিক্ষক !

0
189

বিপ্লজিৎ দেব ::২৪ঘন্টা লাইভ ::, ৯ জুন :: লংকা ::জিতেন শইকিয়া নামের একজন শিক্ষক সকাল বেলা বেংকের কাজ সেরে বাড়ী ফেরার পথে অট স্ট্যান্ডে একটি মানিব্যাগ মাটিতে পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ ব্যাগটি হাতে তুলে নিয়ে ব্যাগটিতে প্রায় পাঁচ হাজার টাকা আছে বলে অনুমান করেন । সঙ্গে সঙ্গে তিনি স্ট্যান্ডের অট চালকদের এই মানিব্যাগটি কারহতে পারে জিজ্ঞাসা করলে কেউই জানেননা বলে জানিয়ে দেয় ।

তখন তিনি উপায়ন্তর হয়ে নিজের মোবাইল নাম্বার অট চালদের দিয়ে আসেন । কেউ আসলে উক্ত নম্বরে যোগাযোগ করার   জন্য । কিছুখন পর ফোনে যোগাযোগ করে ব্যাগের সত্ত্বাধিকারী রুকসানা বেগম নামের এক মহিলা এসে উনার ব্যাগ বলে দাবী করেন । শিক্ষক জিতেন শইকিযা লংকা থানায় এসে পুলিশের সম্মুখে সত্যতা প্রমান করে ব্যাগটি রুকসানা বেগমের হাতে তুলে দেন । শিক্ষক জিতেন শইকিয়ার এই মহান কাজে সকলেই সাধুবাদ জানিয়েছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here