পার্থ হলেন মন্ত্রী, ব্যারাকপুর জুড়ে খুশির হাওয়া

0
154

২৪ ঘন্টা লাইভ সংবাদাতা / স্বেতা গুপ্তা / ব্যারাকপুর / ৩রা  জুলাই ২০২২ : বিভিন্ন রাজনৈতিক ঘটনাক্রমের পর ঘোষণা অনুযায়ী আজ গঠন হলো নতুন মন্ত্রী সভার।

এই নতুন মন্ত্রী সভায় পূর্ন মন্ত্রী হিসেবে স্থান পেলেন পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, স্নেহাশীষ চক্রবর্তী, উদ্যান গুহপ্রদীপ মজুমদার এবং স্বাধীন মন্ত্রক এর পদে আসীন হলেন  বির বাহা হাঁসদাবিপ্লব রায় চৌধুরী তার ছাড়া প্রতি মন্ত্রী হলেন সত্যজিৎ বর্মনতাজমুল হোসেন

Add
এখনো কাউকে মন্ত্রক ভাগ করে দেওয়া হয় নি তবে পার্থ ভৌমিক মন্ত্রী হওয়ার জল্পনা ছিল দীর্ঘদিন ধরে, কিন্তু দুই মন্ত্রীর প্রয়ানে ও এক মন্ত্রীর গ্রেফতার হওয়ার পর তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলা হলো নতুন মন্ত্রী সাভার।সকালেই আজ রাজভবনে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শপথ গ্রহণ করলেন।
Add : Keshri Light House
পার্থ ভৌমিক মন্ত্রী হওয়ার পর খুশির জোয়ার ভেসে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। ব্যারাকপুর লোকসভা অঞ্চল থেকে এর আগেও বাম জামানায় দুই যন মন্ত্রীর মধ্যে ছিলেন  ভাটপাড়ার বাম বিধায়ক বিদ্যুৎ গাঙ্গুলি ও নৈহাটির বাম বিধায়ক রঞ্জিত কুন্ডু

তাই তৃণমূল জমানাতেও নৈহাটী থেকে মন্ত্রী হলে একটু বাড়তি গুরুত্ব পেলো এই বিধানসভা
Add : Halisahar Municipality
কিন্তু আরো একটি কথা মনে রাখতে হবে যে নৈহাটির বাম বিধায়ক সরকারের শেষ বেলায় মন্ত্রিত্ব পেয়েছিলে সেটাও মিড টার্মে এবং তার পরের ইনিংসে পুনরায় সরকার গড়া সম্ভব হয় নি বামফ্রন্টের 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here