২৪ ঘন্টা লাইভ সংবাদাতা / রাজীব গুপ্তা / ৮ই সেপ্টেম্বর : বর্তমানে দেশ এর নাম শুধু মাত্র “ভারত” বলে সম্বোধন হচ্ছে বলে দেখা যাচ্ছে ।

তার আগেই I.N.D.I.A. নামে তৈরী হয়েছে বিজেপি বিরোধী জোট । মূলত: ২৪ এর লোকসভা নির্বাচনের নিরিখে এই জোট বলেই জানা যাচ্ছে ।

আজ সম্পন্ন হলো দেশ জুড়ে ৭ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা। সেখানে দেখা গেলো সম্মিলিত রেজাল্ট ।

কার্যতঃ ঝাড়খণ্ডের Dhumri, কেরালার Puthuppally তে বাম প্রার্থী Jaick C Thomas কে পরাজিত করে জয়ী হলেন কংগ্রেসের Advocate Chandi Oommen, এখানে তৃতীয় স্থানে রইলো কেন্দ্রীয় সরকারের ক্ষমতাশীল দল বিজেপি।

ত্রিপুরার Boxanagar এ এবং Dhanpur দুই কেন্দ্রে জয়লাভ করেছে শাসকদল বিজেপি। তবে উত্তরপ্রদেশের GHOSHI কেন্দ্রে আবার শাসকদল বিজেপি প্রার্থী Dara Singh Chauhan কে হারিয়ে দিলেন সমাজবাদী পার্টির সুধাকর সিং।

উত্তরাখণ্ডের BAGESHWAR কেন্দ্রে হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে কংগ্রেস প্রার্থী বসন্ত কুমার কে পরাজিত করলেন বিজেপি প্রার্থী Parwati Dass তথা পশ্চিম বঙ্গের Dhupguri বিধানসভা কেন্দ্রেও ভীষণ কড়া কড়ি টক্কর এর মধ্যে বিজেপি প্রার্থী তাপসী রায় কে দেখতে হলো পরাজয়ের মুখ।

এখানকার সিট্ বিজেপি থেকে ছিনিয়ে নিলেন শাসকদল তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এই উপনির্বাচন বলে মনে করা হচ্ছে। দেখা গেলো মোট ৭ টি সিটের মধ্যে ৩ কেন্দ্রে বিজেপি, একটি করে পেলো তৃণমূল, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, জাতীয় কংগ্রেস ও সমাজবাদী পার্টি।

এই ফলাফলের বিশ্লেষণে বেরিয়ে আসলো যে পৃথক ভাবে দেখা গেলে এই রায় বিজেপির পক্ষে কিন্তু I.N.D.I.A. জোট কে এক সূত্রে বেঁধে নিলে ৩/৪ থেকে পরাজিত হলো বিজেপি।