প্রতারনার অভিযোগ হালিশহর তৃণমূল যুব নেতার বিরুদ্ধে

0
125

২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ রাজিব গুপ্তা/ হালিশহর/ ১৩ জানুয়ারী ২০২৩: বধূ প্রতারনার অভিযোগ উঠল হালিশহর তৃণমূলের এক যুব নেতার বিরুদ্ধে ।

Add : শুভেচ্ছা

নিজের স্ত্রী কে প্রতারনার অভিযোগ “রাজা গজা” নামের জুটির কনিষ্ট ভাই দিব্যেন্দু সরকার মানে গজা র বিরুদ্ধে ।

গতকাল ১২ জানুয়ারি হালিশহর থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী অমৃতা রায় চৌধুরী।

বীজপুর উৎসবে সকলের রইলো আমন্ত্রণ

তার বয়ান অনুযায়ী ২০১৪ সালের ২৮ এ এপ্রিল তাদের বিবাহ ঘটে । তাদের একটি পুত্র সন্তান ও রয়ছে জার বয়স বর্তমানে ৬ বছর ।

Pharma Health Academy

অমৃতা দেবী অভিযোগ করেছে যে তার স্বামী বিগত ২ বছর যাবৎ অন্য এক মহিলার সাথে অবৈধ সম্পর্কে রয়েছেন এবং তা জানতে পেরে এর প্রতিবাদ করলে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় ।

Add : NICE PARK

শুধু তাই নয়, এই জঘণ্য কর্মকাণ্ডে তার শ্বশুর এবং শ্বাশুড়ী ও প্রশ্রয় দিয়ে চলেছেন নিজের ছেলে “গজা” কে ।

Radhakrishna Tilkut

জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে এক মহিলার সাথে দিব্যেন্দু সরকারের একাধিক রিল ভিডিও ।

Add : Lokenath

বর্তমানে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে অমৃতা দেবী কে ।

Add : Ayat Wall Paper

তিনি থানায় অভিযোগ দায়ের করে নিজের শ্বশুর, শ্বাশুড়ী ও স্বামীর বিরুদ্ধে করা শাস্তির দাবি জানিয়েছেন ।

Baba Briyani

তার সত্বেও নিজের স্বামীর রাজনৈতিক পরিচিতির জেরে তিনি রয়েছেন অনেক টা আতঙ্কে ।

সুজিত দাস ও আলোরানির সাথে File Photo

কারণ দিব্যেন্দু কে বিভিন্ন সময় দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সাথে ।

রানা দাসগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীর সাথে তার File Photo

কখন তিনি আলোরানি সরকার, কখনো জল বাপি, অংশুমান রায় তো কখনো আবার রানা দাস গুপ্তর সাথে দেখা গিয়েছে ।

পার্থ চট্টপাধ্যায় কে স্বাগত জানানোর File Photo

শুধু তাই নয় তিনি কখনও পার্থ চট্টপাধ্যায় এর সাথে সাক্ষাৎ করেছেন, কখনো সাংসদ অর্জুন সিং এর কানে কিছু বলছেন,

সাংসদ অর্জুন সিং এর কানে কিছু বলার সময় File Photo

তো আবার কখনো তার কাঁধে হাত দিয়ে ফটো সেশন করে আপ্লুত দেখা গিয়েছে বিধানসভায় শাসক দলের মুখ সচেতক নির্মল ঘোষ কো ।

দিব্যেন্দুর কাঁধে নির্মল ঘোষ এর হাত File Photo

এমন দৃশ্য যা দেখে যেকোনো সাধারণ মহিলা আতঙ্কিত হয়ে পড়বেন ।

Gurukul Global School

তবে বর্তমান হালিশহর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিধায়ক সুবোধ অধিকারী এবং নগরপাল আলোক রাজোরিয়ার উপর আস্থা রাখছেন জে তাকে অযথা হয়রানির চেষ্টা গেলে তারা সহযোগী হবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here