বাংলার হয়ে খেলেছেন, আপনি বাংলা বলতে পারেন?’ মহম্মদ শামির উত্তরে সবাই অবাক

0
132

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ১৬ সেপ্টেম্বর ২০২৪; তিনি বাংলার হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন।

মহম্মদ শামি তাই বাংলার প্রতি কৃতজ্ঞতা জানাতে কখনও ভোলেন না। ২০২৩ বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করার জন্য শামিকে সংবর্ধনা জানাল সিএবি।

Krishna Construction

শনিবার শামি এসেছিলেন কলকাতায়। সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে বাংলার প্রতি আরও একবার গভীর ভালবাসা ও কৃতজ্ঞতার কথা জানিয়ে গেলেন ভারতীয় দলের তারকা পেসার। শামি উত্তরপ্রদেশের ক্রিকেটার।

Panch foron

তবে একটা সময় উত্তরপ্রদেশের ক্রিকেটে খেলার সুযোগ না পেয়ে আসেন বাংলায়। এই রাজ্য থেকেই তাঁর জাতীয় ক্রিকেটে উত্থান।

আর সেটা যে কোনও সময় এক কথায় স্বীকার করেন তিনি।

Standard Glass House

শামি বলেন, বাংলায় আমার দ্বিতীয় বাড়ি। শামিকে এবার প্রশ্ন করা হয়েছিল, বাংলার হয়ে এতদিন খেলেছেন। বাংলা ভাষাটা রপ্ত করতে পেরেছেন কি‌। তিনি কি বাংলা বলতে পারেন।

শামি বললেন, আমি ভাল করে বাংলা বলতে পারি না। তবে বাংলা বুঝতে পারি ভালমতো। আমার সামনে কেউ বাংলায় কথা বললে আমার বুঝতে কোনও অসুবিধা হয় না।

শামি আরও বলেন, একমাত্র ঋদ্ধিমান সাহা সারাক্ষণ আমার সঙ্গে বাংলায় কথা বলে। ও কখনও হিন্দিতে আমার সঙ্গে কথা বলে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here