বিক্রম চাঁদে পৌঁছনোর আগেই সুবোধের মঞ্চে পৌঁছলেন টনি

0
24

২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ রাজিব গুপ্তা / ব্যারাকপুর / ২৩ আগস্ট ২০২৩: সম্প্রতি জাতীয় গর্ব হতে চলেছে চাঁদের দক্ষিণ ধ্রুব এর মত আসহজ পথ জয়ের পথে এগিয়ে চলা চন্দ্রয়ান ৩ ।

Add : SHILPA’S

আজ বিকেলে প্রায় ৫:৪৪ এর মধ্যেই সম্পন্ন হবে সেই প্রক্রিয়া । তবে তার আগেই গত ২০ এ আগস্ট হঠাৎ দেখা গেলো বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর মঞ্চে পৌঁছে গেলেন স্থানীয় হোটেল ও মদ ব্যবসায়ী টনি সিং ।

Add : Ganesh Seth

অনুষ্ঠান ছিলো হালিশহর বাগমোর ত্রিপর্নের খুঁটি পূজো । সেখানে মঞ্চে যখন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী সহ একাধিক পৌর পার্ষদগণ সেই মঞ্চে বিধায়কের পেছনের সারি তে দেখা গেলো তাকে ।

Add : R Chandra Jrs

এতদিন সুবোধ বিরোধী সমস্ত মঞ্চে দেখা গেলেও এবার সময়ের সাথে বদলেছে পরিস্থিতি  বলে মনে করা হচ্ছে ।  তাই শেষমেষ তাকে হতে হলো সুবোধের শরনাপন্ন ।

Add : Subham Medica

আমরা খবর সম্প্রচার করেছিলাম যে আইন অমান্য করে টাকার জোরে অবৈধ ভাবে নিজের পানশালা কে এক্সটেনশান করে চলেছেন এই ধনকুবের ব্যবসায়ী।

Add : Krishna Traders

সেই কারসাজির পর্দফাস করেছি আমরা । আমাদের অভিযোগের ভিত্তিতে সরব হয়েছে হালিশহর পৌরসভা । তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় নড়েচড়ে বসেছেন তিনি মনে হচ্ছে ।

পুলিশ থানার বোর্ডে কি পানশালার বিজ্ঞাপন শোভা বাড়াচ্ছে ?

বিভিন্ন থানার বোর্ড গুলিতে নিজেরব পানশালার বিজ্ঞাপন দিয়েছেন । অবশ্যই থানার বোর্ড গুলিতে তার পানশালার বিজ্ঞাপন দেখে অনেকেই তার বিরুদ্ধে মুখ খুলতে পারছিলেন না ।

Giri Medical

কিন্তু অবৈধ কাজের খবর তুলে ধরার পর আমাদের সাথে যোগাযোগ করছেন সেই এলাকার অনেক মানুষ । একে একে জোট বাঁধছেন তারা এবং খুব শীঘ্রই নামবেন প্রতিবাদে ।

যতই নিজেকে সমাজসেবী রটানর চেষ্টা করেন বা পুলিশের নামের সাথে নিজের পানশালার নাম জড়িয়ে মানুষ কে প্রভাবিত করার চেষ্টা করলেও শেষ কথা বলবে মানুষ এবং আইন । কারণ গণতন্ত্রে এর উপরে কেউই নয় ।

Add : Gita Construction

আমাদের জানা নেই যে সত্যি কি তার বিল্ডিং প্ল্যান আদৌ অনুমতি দিয়েছে হালিশহর পৌরসভা ? আর দিলেও অনুমোদন মোতাবেক কি মাথা উচু করছে হোটেল ড্রিমল্যান্ড বিল্ডিং ?

Add : Universal School

কিন্তু এবার দেখার বিষয় যে সুবোধ অধিকারীর শরণে এসে কি দুর্নীতির জন্য পাবেন কোনো রক্ষা কবচ এই দেবেন্দ্র সিং উরফে টনি, না কি তার অবৈধ কাজে পড়বে প্রশাসনের থাবা ।

Add : Keshri Light House

এমনি তে ও বিগত দিনে তার বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে তো ছিলই এবং তার হোটেল থেকে নারী জড়িত ব্যবসার পর্দাফাস করে উদ্দার করা হয়েছিল এক দর্জন নবালিক মেয়ে ।

Add : Lokenath

তার ছাড়া একজন প্রকৃত সমাজসেবী কোনোদিন বেআইনি কাজ করে বলে আমরা মনে করিনা । সেদিন এটাও লক্ষ্য করা গিয়েছে কে তিনি সুবোধ অধিকারীর সাথে এক মঞ্চে উপস্থিত থাকলেও কিন্তু বজায় রেখেছিলেন একটি আংশিক দূরত্ব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here