২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ রাজিব গুপ্তা / ব্যারাকপুর / ২৩ আগস্ট ২০২৩: সম্প্রতি জাতীয় গর্ব হতে চলেছে চাঁদের দক্ষিণ ধ্রুব এর মত আসহজ পথ জয়ের পথে এগিয়ে চলা চন্দ্রয়ান ৩ ।

আজ বিকেলে প্রায় ৫:৪৪ এর মধ্যেই সম্পন্ন হবে সেই প্রক্রিয়া । তবে তার আগেই গত ২০ এ আগস্ট হঠাৎ দেখা গেলো বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর মঞ্চে পৌঁছে গেলেন স্থানীয় হোটেল ও মদ ব্যবসায়ী টনি সিং ।

অনুষ্ঠান ছিলো হালিশহর বাগমোর ত্রিপর্নের খুঁটি পূজো । সেখানে মঞ্চে যখন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী সহ একাধিক পৌর পার্ষদগণ সেই মঞ্চে বিধায়কের পেছনের সারি তে দেখা গেলো তাকে ।

এতদিন সুবোধ বিরোধী সমস্ত মঞ্চে দেখা গেলেও এবার সময়ের সাথে বদলেছে পরিস্থিতি বলে মনে করা হচ্ছে । তাই শেষমেষ তাকে হতে হলো সুবোধের শরনাপন্ন ।

আমরা খবর সম্প্রচার করেছিলাম যে আইন অমান্য করে টাকার জোরে অবৈধ ভাবে নিজের পানশালা কে এক্সটেনশান করে চলেছেন এই ধনকুবের ব্যবসায়ী।

সেই কারসাজির পর্দফাস করেছি আমরা । আমাদের অভিযোগের ভিত্তিতে সরব হয়েছে হালিশহর পৌরসভা । তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় নড়েচড়ে বসেছেন তিনি মনে হচ্ছে ।

বিভিন্ন থানার বোর্ড গুলিতে নিজেরব পানশালার বিজ্ঞাপন দিয়েছেন । অবশ্যই থানার বোর্ড গুলিতে তার পানশালার বিজ্ঞাপন দেখে অনেকেই তার বিরুদ্ধে মুখ খুলতে পারছিলেন না ।

কিন্তু অবৈধ কাজের খবর তুলে ধরার পর আমাদের সাথে যোগাযোগ করছেন সেই এলাকার অনেক মানুষ । একে একে জোট বাঁধছেন তারা এবং খুব শীঘ্রই নামবেন প্রতিবাদে ।
যতই নিজেকে সমাজসেবী রটানর চেষ্টা করেন বা পুলিশের নামের সাথে নিজের পানশালার নাম জড়িয়ে মানুষ কে প্রভাবিত করার চেষ্টা করলেও শেষ কথা বলবে মানুষ এবং আইন । কারণ গণতন্ত্রে এর উপরে কেউই নয় ।

আমাদের জানা নেই যে সত্যি কি তার বিল্ডিং প্ল্যান আদৌ অনুমতি দিয়েছে হালিশহর পৌরসভা ? আর দিলেও অনুমোদন মোতাবেক কি মাথা উচু করছে হোটেল ড্রিমল্যান্ড বিল্ডিং ?

কিন্তু এবার দেখার বিষয় যে সুবোধ অধিকারীর শরণে এসে কি দুর্নীতির জন্য পাবেন কোনো রক্ষা কবচ এই দেবেন্দ্র সিং উরফে টনি, না কি তার অবৈধ কাজে পড়বে প্রশাসনের থাবা ।

এমনি তে ও বিগত দিনে তার বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে তো ছিলই এবং তার হোটেল থেকে নারী জড়িত ব্যবসার পর্দাফাস করে উদ্দার করা হয়েছিল এক দর্জন নবালিক মেয়ে ।

তার ছাড়া একজন প্রকৃত সমাজসেবী কোনোদিন বেআইনি কাজ করে বলে আমরা মনে করিনা । সেদিন এটাও লক্ষ্য করা গিয়েছে কে তিনি সুবোধ অধিকারীর সাথে এক মঞ্চে উপস্থিত থাকলেও কিন্তু বজায় রেখেছিলেন একটি আংশিক দূরত্ব ।