বিষ্ণুপুরে নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়ে শিক্ষাকর্মীদের বিক্ষোভ !

0
443

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২৪শে, সেপ্টেম্বর :: বাঁকুড়া :: এবার বিষ্ণুপুরে নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভে শামিল হলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির অন্তর্গত বিষ্ণুপুর মহাকুমার সমস্ত কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীদের ।

১) কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষা কর্মীদের স্থায়ীকরণ ও সরকারি স্বীকৃতি দিতে হবে । ২) ৬০ বছর পর্যন্ত চাকুরী নিশ্চিত করতে হবে । ৩) সরকারি নির্দেশ নামা 3998-F(P2) লাগু করতে হবে । এই ধরনের একাধিক দাবি-দাওয়া নিয়ে আজ প্রায় ৪১ জন শিক্ষা কর্মীরা বিক্ষোভে সামিল হোন । রীতিমতো হাতে পোস্টার নিয়ে কলেজের সামনে বসে পড়ে তাদের দাবি-দাওয়ার সম্বলিত স্লোগান দেওয়া হয় ।

কবিতা মুখার্জী নামে রামানন্দ কলেজ এর এক শিক্ষাকর্মী বলেন মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন পাই এতে আমাদের সংসার চলছে না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ আমাদের এই সমস্যার কথা একটু চিন্তা করলে আমরা খুবই উপকৃত হই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here