বীজপুরে তৃণমূলের 3/2 ও বিজেপির 2/1

0
257

24GhontaLive সংবাদদাতা / 02May21 :

: গতকাল 2’রা মে, বাংলা তৃতীয় বারের জন্য বললো যে আবার নিজের মেয়েকে চাই ।

তবে সেই মেয়ের নাম শুধুমাত্র মমতা ব্যানার্জি, তাই তার নেতৃত্বে তৃতীয় বারের জন্য বাংলার গদিতে বসতে চলেছে তৃনমূল ।

Advertisement

তবে এই নির্বাচনে বিজপুর হটস্পট হয়ে উঠেছিল বললে ভুল হবে না ।

Adv
Adv : Keshari Light House

যেখান থেকে একদিকে বিজেপি 2 জন কে প্রার্থী করলে ও তৃনমূল কংগ্রেস এর পক্ষ থেকে 3 জন কে নামানো হোলো লড়াইয়ের ময়দানে ।

Advertisement

দেখা গেল বিজেপির তরফ থেকে কৃষ্ণনগর উত্তরে প্রার্থী করা হয় মুকুল রায় কে তার পুত্র শুভ্রাংশু রায় কে বিশপুর থেকে দেওয়া হয় টিকিট ।

Advertisement

তৃণমূলের কথা বললে এখান থেকে সুবোধ অধিকারী কে, বিজপুর রাজু চক্রবর্তী কে ব্যারাকপুর ও বনগাঁ দক্ষিণ বিধানসভায় প্রার্থী করা হয় আলো রানী সরকারকে ।

এবার দেখে নিয়ে যাক ফলাফল :

ভারতীয় জনতা পার্টির এই দুই প্রার্থী থেকে (একজন) মুকুল রায় হয়েছেন বিজয়ী, তারমানে দুটি বিধানসভায় লড়ে একটি সিট জিতলো তারা ।

Advertisement 8240054075

আর তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থীর মধ্যে বিজপুরে জয় লাভ করলেন সুবোধ অধিকারী ও ব্যারাকপুর থেকে রাজু চক্রবর্তী, মানে 3 জন প্রার্থী হলেও জয়ী হয়েছেন 2 জন ।

Advertisement

তাহোলে বলাই যেতে পারে জে বিজপুরে 2/1 বিজেপি আর 3/2 তৃনমূল ।

তবে এখানে দেখা গেলে আলো রানী সরকার এর পরাজয় অনেক প্রশ্ন তুলে দিলো ।

কারণ গত 2016 তে তিনি নিজের এলাকা থেকে ও হেরেছেন, এবারে বাহিরের সিট থেকেও হারলেন ।

গতবার বিরোধী দল মানে বিজেপি থেকেও প্রার্থী হয়ে হেরেছেন, আর এই বারে তৃনমূল এর হয়েও হেরে গেলেন ।

এইবারে যখন প্রত্যেক টি সিটে নেত্রী ছিলেন প্রার্থী বা মুখ, এমন কি মমতা ব্যানার্জি স্বয়ং সভা ও করে এসেছেন। তার সত্বেও সেই সর্মান রক্ষা তে বিফল হলেন আলোরানি ।

তাই এবারের হার প্রশ্ন তুলেছে তার যোগ্যতা নিয়ে ও ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here