২৪ ঘণ্টা লাইভ সংবাদাতা/রাজিব গুপ্তা / ৪থা আগস্ট : গতকাল নতুন মন্ত্রিদের শপথ গ্রহণ করানোর পর এলকায় খুশির জোয়ার ছিলো ব্যারাকপুর জুড়ে ।

আজ সকাল থেকেও উৎসাহিত দের ভিড় দেখা গেলো তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ।

আজই নিজের মন্ত্রিত্বের দায় ভার বুঝে নিলেন সেচ ও জল পরিবহন মন্ত্রী পার্থ ভৌমিক ।

তিনি নিজের মন্ত্রকের কাজ শুরু করার আগেই জনগণ থেকে চেয়ে নিলেন আশীর্বাদ।