মহাপাল শ্রী বিদ্যাপীঠ প্রাক্তনী ও শিক্ষক সমিতি উদ্যোগে পুস্তক বিতরণ ও কোভিড সচেতনতা কর্মসূচি

0
377

রামকৃষ্ণপাল::২৪ঘন্টা লাইভ ::২৬ই,এপ্রিল ::ঝাড়গ্রাম:: ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ঝড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের মহাপাল শ্রী বিদ্যাপীঠ প্রাক্তনী ও‌ শিক্ষক সমিতি। সোমবার সকালে সমিতির উদ্যোগে শালবনী হাটচালায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কোভিভ বিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আটত্রিশ জন ছাত্র-ছাত্রীদের হাতে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয় |

পাশাপাশি এদিন ছাত্র-ছাত্রীদের মধ্যে এবং স্থানীয় বাজার এলাকায় মাস্ক বিলি করা হয় এবং কোভিড সচেতনতা বিষয়ে বার্তা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে তাঁদের সমিতির লক্ষ্য, উদ্দেশ্য এবং গড়ে তোলার ইতিহাস সম্পর্কে সবাইকে অবহিত করেন সমিতির যুগ্ম সম্পাদক সুদীপ কুমার খাঁড়া। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সমিতির কার্য্যকরী সভপতি প্রভাত কুমার রাউত।

উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক শ্রীকান্ত কামিল্যা, যুগ্ম-সম্পাদক বিশ্বজিৎ পাল, কোষাধ্যক্ষ কার্তিক সাহু, সদস্য সৌকত আলি শা, বিদ্যালয়ের সভাপতি স্বরূপ কামিল্যা, সংগঠনের সদস্য কিশোর কুমার রক্ষিত,দীপক বিশ্রাম, কাজল রক্ষিত, গৌতম পৈড়া, কৌশিক রক্ষিত,রথীকান্ত মাইতি,দেবাশীষ দন্ডপাট, মনোরঞ্জন বাড়ি,বাণেশ্বর হালদার,রতন দিগার সহ অন্যান্যরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস। উল্লেখ্য এই বিদ্যালয়ের প্রাক্তনী আমেরিকা প্রবাসী জৈব রসায়ন বিজ্ঞানী ড.রামকৃষ্ণ দে’র বিশেষ

উদ্যোগে এবং অন্যান্য প্রাক্তনী ও শিক্ষকদের উদ্যোগে এই সংগঠন তৈরি হয়েছে। এই প্রাক্তনী কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন ড.অসিত কূমার দাস,ড.মৃণাল কান্তি পৈড়া, সত্যজিৎ কুমার,ডাঃ সুশীল কুমার পৈড়া, ডাঃ গৌরীশংকর মহাপাত্র, কমল কুমার রক্ষিত, শুভাশীষ দন্ডপাট,পার্থ বন্দ্যোপাধ্যায়, আশীষ দাস,গৌরহরি কামিল্যা,বিকাশ‌ কান্তি পৈড়া, মৃণাল রায়, সুদীপ্ত দাস,অশোক কুমার দাস,ড.শান্তনু পান্ডা, সুচিত্রা রাজ, চৈতালি খাঁড়া, সুদেষ্ণা চার সহ অন্যান্য বিশিষ্ট প্রাক্তনীরা ও শিক্ষকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here