আকাশ ভট্টাচার্য্য / গঙ্গাসাগর (দক্ষিণ ২৪ পরগণা) / ১৩ জানুয়ারী ২০২৩ :- প্রতিবছরের মতো এবছরও গঙ্গাসাগর পীঠ পরিষদ সেবা শিবিরের উদ্যোগে সাগরের এক নম্বর রোডের শঙ্করাচার্য নগরে এসে সাগরে আগত ভক্তদের দর্শন দিলেন শ্রীধাম পুরীর প্রখ্যাত শঙ্করাচার্য নীশ্চলানন্দ সরস্বতী মহারাজ।

এরই মধ্যে তিনি এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন। যেখানে এবারের মেলা বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মেলা প্রতিবছর যেমন হয়, তেমনই হচ্ছে। এরপর গঙ্গা আরতি নিয়ে তিনি বলেন,

‘গত ২৬ বছর ধরে আমি গঙ্গাসাগর মেলায় আসছি এবং এই সাগর আরতি প্রথম আমার দ্বারা শুরু হয়েছিল। কেউ কোনো ভালো জিনিসের নকল করতেই পারে।

কিন্তু নকল তো নকলই হয়।’ দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের তিনি সুকৌশলে উত্তর এড়িয়ে গেলেন।

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষনা করার প্রশ্নে তিনি জানান, তীর্থস্থান যেন কোনোমতেই পর্যটন কেন্দ্র না হয়, কেননা তাহলে সেটি আর তীর্থস্থান থাকে না এবং পূণ্যলাভও হয় না।

এছাড়াও এবার ভারতে অনুষ্ঠিত হওয়া G-20 সম্মেলন এবং কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়েও তিনি নিজের সুকৌশল চিন্তাধারা পেশ করেন |