রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের নমুনা দেখুন !

0
352

রাজীব গুপ্তা :: ২৪ঘন্টা লাইভ :: ৬ই,এপ্রিল :: হালিশহর :: উত্তর ২৪ পরগনার ভোট রঙ্গ এখন জমে উঠেছে ঠিকই কিন্তু আমরা আজ আপনাদের দেখাবো গণতন্ত্র কাকে বলে ।

Advertisement

দেখুন এই চিত্র টি হালিশহরের লালকুঠি মোর, ঘোষপাড়া রোড এর উপর একটি গোডাউনের দরজার দৃশ্য।

Advertisement

যেখানে পাশাপাশি তৃণমূল ও বামপন্থীদের ফ্লেক্স এর শান্তিপূর্ন সহবস্থান । এই চিত্রটিই জানিয়ে দিচ্ছে এর নাম বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ।

হালিশহর লালকুঠিতে একটি গোডাউনের দরজায় লাগানো তৃণমূল ও CPIM এর ফ্লেক্স

কিন্তু এবার একটি চিত্র দেখাবো যা এরই পাশাপাশি এলাকার ছবি ।

Advertisement ( By : Mannu Shaw)

সেই চিত্রটি দেখে আপনি কি বলবেন ? এখানেও পাশাপাশি ছিল দুই বিরোধীদল তৃণমূল ও বিজেপির ফ্লেক্স ।

Sponsored

সব ঠিকই ছিল, কিন্তু এখানে কি শুরু হয়ে গেলো ইর্ষার রাজনীতি ?

Advertisement 8240054075

দেখুন বিজেপির ফ্লেক্স ঠিকই আছে কিন্তু পাশের তৃণমূলের ফ্লেক্সটি পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে ।

কাঁচরাপাড়া নিচু বাসা এলাকায় লাগানো তৃণমূল ও বিজেপির ফ্লেক্স

আমাদের প্রশ্ন এই কি গণতন্ত্র ? যেখানে দুই পক্ষই মুখে বলছেন গণতন্ত্রের কথা সেখানে গণতন্ত্রের এই পরাকাষ্ঠা মাথা নত করে দেয় ।

Adv
Adv : Keshari Light House

আমাদের মতে রাজনীতি আর মানবতা দুটোকে গুলিয়ে ফেলবেননা প্লিজ । গণতন্ত্রকে নিজের পথেই চলতে দিন ।

Sponsored TMCP

যাঁরা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রুখে দাঁড়ান গণতন্ত্রকে বাঁচান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here