রাজ্যে বদলি ৪ IPS

0
37

২৪ ঘণ্টা লাইভ সংবাদাতা / ওয়াসিম খান / আসানসোল / ১আগস্ট ২০২৩: মাসের প্রথম দিন রদবদলের নির্দেশ এসে পড়লো রাজ্য প্রশাসনিক স্তরে ।

Add : Ganesh Seth

নির্দেশ অনুযায়ী ADPC-এর CP সহ বদলি হচ্ছেন ৪ IPS আধিকারিক। এই নির্দেশিকা অনুযায়ী আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তমের স্থলাভিষিক্ত হয়েছেন সুনীল কুমার চৌধুরী, যিনি বর্তমানে CID তে IG পদে দায়িত্ব পালন করছেন।

Add : R Chandra Jrs

ADG আর্মস পুলিশের দায়িত্ব দেওয়া হয় ADG কারেকশনাল সার্ভিসেস সঞ্জয় সিংকে ।

Add : Krishna Traders

লক্ষ্মী নারায়ণ মীনাকে ADG SCRB করা হয়েছে অন্যদিকে ADG সংশোধনমূলক পরিষেবা হিসাবে সুধীর কুমার নীলকান্তমকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে OSD WBPD পদে বদলি করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here