২৪ ঘণ্টা লাইভ সংবাদাতা / ওয়াসিম খান / আসানসোল / ১আগস্ট ২০২৩: মাসের প্রথম দিন রদবদলের নির্দেশ এসে পড়লো রাজ্য প্রশাসনিক স্তরে ।

নির্দেশ অনুযায়ী ADPC-এর CP সহ বদলি হচ্ছেন ৪ IPS আধিকারিক। এই নির্দেশিকা অনুযায়ী আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তমের স্থলাভিষিক্ত হয়েছেন সুনীল কুমার চৌধুরী, যিনি বর্তমানে CID তে IG পদে দায়িত্ব পালন করছেন।

ADG আর্মস পুলিশের দায়িত্ব দেওয়া হয় ADG কারেকশনাল সার্ভিসেস সঞ্জয় সিংকে ।

লক্ষ্মী নারায়ণ মীনাকে ADG SCRB করা হয়েছে অন্যদিকে ADG সংশোধনমূলক পরিষেবা হিসাবে সুধীর কুমার নীলকান্তমকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে OSD WBPD পদে বদলি করা হয়েছে ।