রেশন, কেরোসিন, এলপিজি ডিলার, হোলসেলার কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করল খাদ্য দপ্তর

0
206

নিজেস্ব সংবাদদাতা ::২৪ঘন্টা লাইভ ::৪ই জুন ::বারাকপুর :: রেশন, কেরোসিন, এলপিজি ডিলার,হোলসেলার ও এই সমস্ত বিভাগের কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করল খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের মন্ত্রী রথীন ঘোষের উদ্যোগে বাগুইআটি পিডব্লুডি অফিসে আজ 456 জনকে বিনামূল্যে টিকা দেওয়া হল। নোট ৯০০ জনকে এই টিকাকরণ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। প্রসঙ্গত এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। এদিন কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়ে ফের সরব হলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়।

কেন্দ্রের টিকাকরণ বললেন নীতির সমালোচনা করে আজ বাগুইআটিতে সৌগত রায় বলেন, আমাদের নীতি হল সকলকে ভ্যাকসিন দিতে হবে। কেন্দ্রের নীতির জন্যই আজ টিকাকরণে দেরি হচ্ছে। মাত্র দুটি সংস্থাকে ভ্যাকসিন তৈরির বরাত দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে তৈরি আরো বেশ কয়েকটি ভ্যাকসিন এখনো দেশে উপলব্ধ নেই। এবং প্রথমেই 80 টি দেশকে ভ্যাকসিন দেওয়ায় ভ্যাকসিনের অভাব হয়েছে দেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here