লাগাতার বৃষ্টির জেরে জল ছাড়া শুরু করল DVC, হাওড়া – হুগলিতে বন্যার আশঙ্কা

0
107

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ৩ আগস্ট ২০২৪; ডিভিসি সূত্রে খবর, শুক্রবার দিনভর ছোটনাগপুরের মালভূমিতে ব্যাপক বৃষ্টি হয়েছে। যার ফলে দামোদরসহ অন্যান্য নদীগুলির ওপর অবস্থিত সমস্ত বাঁধে জলের পরিমান জলধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছে।

ডিভিসি সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে দুর্গাপুর জলাধার থেকে ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে তারা। এছাড়া তিলপাড়া জলাধার থেকে ৫ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে।

সেজন্য জল ছাড়তে বাধ্য হয়েছে তারা। ওদিকে ডিভিসি জল ছাড়ছে শুনেই প্রমাদ গুনতে শুরু করেছেন নিম্ন দামোদর অববাহিকার বাসিন্দারা।

বন্যার আশঙ্কা দেখা দিয়েছে হাওড়া ও হুগলির নিচু এলাকাগুলিতে। ইতিমধ্যে সেখানে আমন ধার রোপনের কাজ শেষ হয়ে গিয়েছে।

বন্যা হলে কৃষিকাজ ব্যাপক মার খাওয়ার আশঙ্কা করছেন কৃষিপ্রধান এই ২ জেলার চাষিরা।

ওদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমান কমলেও তা একেবারে থামবে না। তেমনটা হলে আরও বাড়তে পারে জল ছাড়ার পরিমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here