শতাব্দীর সব থেকে দীর্ঘ সূর্য গ্রহন হল রবিবার।

0
433

পূজা দাস ঠাকুর :: ২৪ ঘন্টা লাইভ :: ২১ শে জুন :: মালদা::: শতাব্দীর সব থেকে দীর্ঘ সূর্য গ্রহন হয়ে গেলো রবিবার এই সূর্য গ্রহন ছিল মূলত বলয় গ্রাস সূর্য গ্রহন, উত্তর ভারতে সবথেকে ভালো সূর্য গ্রহন দেখা গেছে,কলকাতায় ৬৫ শতাংশ সূর্যগ্রহন হয়েছে এবং উত্তরবঙ্গের মালদা সহ বাকি জেলাগুলোতে প্রায় ৭৫ শতাংশ হয়েছে গ্রহণ সকাল ১০.৪৬ মিনিটে শুরু হয় এবং শেষ হয় দুপুর ২.১৭ মিনিটে ।

বিজ্ঞানীদের মতে শেষ একশো বছরে এতো দীর্ঘ সূর্য গ্রহন হয়নি,সূর্যগ্রহন দেখার উন্মাদনাও ছিল মানুষের মধ্যে প্রবল,সারা দেশের সাথে মালদা জেলার ও চাঁচল,হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায় মানুষ প্রবল উৎসাহের সাথে সূর্য গ্রহন দেখে বাড়ির কচি কাঁচা থেকে বয়স্করা সকলেই দেখে এই সূর্যগ্রহন..স্বভাবতই বাচ্চাদের মধ্যে খুব উৎসাহ ছিল |

বিজ্ঞানীদের কথা অনুযায়ী খালি চোখে কেও দেখে নি চশমা বা এক্স-রে প্লেট দিয়ে দেখে সবাই তবে কদিন ধরেই জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে আজ ও আকাশ মেঘলা ছিল মেঘলা আকাশ সূর্য গ্রহন দেখার পথে অনেকটাই বাধা হয়ে যায় গ্রহণের সূর্য্যকে দেখতে আংটির মত অনেকটা লাগছিলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here