ইন্দ্রজিৎ মন্ডল :: ২৪ ঘন্টা লাইভ :: ১৬ই,আগস্ট :: বীরভূম :: দিন কয়েক ধরেই শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ ঘিরে ফেলার কাজ চালাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর এই মেলার মাঠ ঘিরে ফেলাকালীন শনিবার চরম অশান্তি হয় মাঠ প্রাঙ্গনে। মেলার মাঠ ঘিরে ফেলার বিষয়ে আপত্তি রয়েছে বোলপুরের ব্যবসায়ী সমিতি, স্থানীয় মানুষ ও পড়ুয়াদের। যে কারণে তারা এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ দেখান। আর এই প্রতিবাদ চলাকালীনই অশান্তির সূত্রপাত। ব্যবসায়ী সমিতির সদস্যদের মা’রধর করতে দেখা যায় কাজে নিযুক্ত ঠিকাদার কর্মীদের।
শনিবার সকাল থেকে বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠের সামনে এসে প্রথমে প্রতিবাদ জানাতে শুরু করেন। তারা তাদের প্রতিবাদে বিশ্বভারতীর উপাচার্য এমন সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। তারপরেই হাতের কাছে পেয়ে কাজে নিযুক্ত থাকা এক ঠিকাদার কর্মীদের মা’রধর করে । পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় ওই ঠিকাদার কর্মীকে। ঠিকাদার কর্মীকে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরেই আপাতত বন্ধ হয়ে যায় মাঠ ঘেরার কাজ ।