ফ্যাশন up হলেও – মর্যাদা ডাউন

0
24

২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ রাজিব গুপ্তা/ কাঁচরাপাড়া/ ৪ঠা সেপ্টেম্বর ২০২৩: প্রতিবেদন করতে না করতেই দেখা দিলো গতকাল রবিবার কাঁচরাপাড়া তে সূচনা হওয়া এই বৃহদ শপিং মলের মনোভাব ।

Add : Ganesh Seth

আমরা গতকাল একটি প্রতিবেদনে লিখেছিলাম এই ধরনের আয়া রাম গয়া রাম শপিং মলের মানুষের সাথে ব্যবহারিকতার সম্পর্কে ।

Add : R Chandra Jrs

আমরা ছিলাম প্রত্যক্ষদর্শী উদ্বোধন আগের দিন শনিবার ভুল করে একটি মহিলা গ্রাহক সেখানে ঢুকে গেলে এক কর্মচারীর গায়ে ধাক্কা লেগে গেলে সেই কর্মচারীর গ্রাহকের সাথে দুর্ব্যবহারের ।

Add : Gita Construction

আর গতকাল তাদের উদ্বোধনি অনুষ্ঠানে স্থানীয় সাংবাদ কর্মীদের ডাকা হয়েছিল একটি বিশেষ চ্যানেলের মাধ্যমে । তবে এদিন বীজপুর বিধায়ক আসবেন বলেই সঠিক সময়ের মধ্যে পৌঁছে গিয়েও অনেকক্ষন অপেক্ষা করতে হয় সংবাদ কর্মীদের।

Add : Krishna Traders

অভিযোগ উঠলো যে অনুষ্ঠানের দেরি হওয়ার দরুন না সাংবাদিক দের দেওয়া হলো কোনো বসার জায়গা, উল্টে মলের ভেতরের ফুটেজ করতে বাধার পাশাপাশি তাদের কাছে থাকা সাইড বা ব্যাক ব্যাগ নিয়ে ঢুকতে আপত্তি করেন মলের কর্মীরা । তাদের মনে হলো যেনো সাংবাদিক রা সেখানে চুরি করতে এসেছেন ।

Giri Medical

তারা এমন ভাব দেখলেন যেনো একটি মিষ্টির প্যাকেট দিচ্ছেন বলে সাংবাদিক রা সব কিছু মাথা নিচু করে সহ্য করে নেবেন । আর এই অপমান সহ্য না করতে পেরে কিছু সাংবাদিক রা এই Fashion UP মলের অহঙ্কারী ব্যবহার এবং মিষ্টির প্যাকেট বা উপহার কে অস্বীকার করে সেখান থেকে বেরিয়ে পড়েন এবং খবরের মাধ্যমে তাদের অভিজ্ঞ্যতা শেয়ার করলেন । যা দেখে উঠছে নিন্দার ঝড় ।

Add : SHILPA’S

কারণ দেবাশিস বাবু এক জন প্রবীণ সাংবাদিক আর তার চ্যানেলের ও সাংবাদিকের সাথে এই ব্যবহারের জেরে ভীষণ আহত হয়েছেন তিনিও। তাই এই দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন ।

Add : Lokenath

মানুষ প্রশ্ন করছেন যে সংবাদ কর্মীদের সাথে এই ব্যবহার হলে মানুষের সাথে তারা কি ব্যবহার করবেন বা করেন তা একেবারে স্পষ্ট ।

তাদের এই আচরণে আহত হয়েছে বিভিন্ন সংবাদ মহল । হয়তো আগামীদিনে সকলে মিলে এই ঘটনার প্রতিবাদে নামবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here